দিন কয়েক আগের ঘটনা। ধর্ষণ নিয়ে কিছু মন্তব্য করায় বিতর্ক তৈরি হয়। যাঁকে নিয়ে বিতর্ক তিনি হলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি একজন অধ্য়াপক। তাঁর কাছ থেকে বোধহয় মানুষের আশা বেশি। তা পূরণ করতে পারেন কই। করোনা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন বলে তুমুল বিতর্ক তৈরি করেছিলেন বিজেপির অনুপম হাজরা।
তৃণমূল সাংসদ বিরোধীদের আক্রমণ করে গিয়ে শালীনতা ছাড়িয়েছেন। এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে অনেক বারই উঠেছে।
পুলিশকে গুলি মারা থেকে উপাচার্যরা শাসকদলের বাড়ির জামাকাপড় কাচেন, একটু মনে করলেই একের পর এমন কথা মনে চলে আসবে। বক্তা রাজ্য় বিজেপি নেতা সায়ন্তন বসু।
বিরোধীদের সমালোচনা করতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদও। ফলে সৌগত রায়ের বিরুদ্ধেও শালীনতা ছাড়ানোর অভিযোগ উঠেছে।
পুলিশকে হুমকি দিয়ে শিরোনামে চলে এসেছিলেন। সেই ধারা বজায় রেখেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।