Advertisement

বৃষ্টি-জমা জল, ভবানীপুরে ভোট হবে কীভাবে? উত্তর দিলেন অভিষেক

রাত পোহালেই ভবানীপুরের উপ-নির্বাচন। কিন্তু, ওই কেন্দ্রের একাধিক জায়গা জলমগ্ন। যা চিন্তা বাড়াচ্ছে ভোটারদের। তাঁরা কীভাবে ভোট দিতে যাবেন, তা নিয়ে চিন্তিত। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, সাধারণ মানুষ ভোট দিতে বেরোবেন বলে তিনি আশাবাদী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2021,
  • अपडेटेड 9:14 PM IST
  • রাত পোহালেই ভবানীপুরের উপ-নির্বাচন
  • কিন্তু, ওই কেন্দ্রের একাধিক জায়গা জলমগ্ন
  • যা চিন্তা বাড়াচ্ছে ভোটারদের

রাত পোহালেই ভবানীপুরের উপ-নির্বাচন। কিন্তু, ওই কেন্দ্রের একাধিক জায়গা জলমগ্ন। যা চিন্তা বাড়াচ্ছে ভোটারদের। তাঁরা কীভাবে ভোট দিতে যাবেন, তা নিয়ে চিন্তিত। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, সাধারণ মানুষ ভোট দিতে বেরোবেন বলে তিনি আশাবাদী। 

ভবানীপুরে ২৮৭টি বুথকেন্দ্রে চলবে ভোটগ্রহণ। যেহেতু সব বুথগুলির এক তলাতেই ভোটদানের ব্যবস্থা করা হয়েছে তাই আরও বাড়ছে চিন্তা। জানা গিয়েছে ভবানীপুরের ইভিএম বিতরণ সেন্টার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও জল জমেছে। সেখানে পাম্পিংয়ের মাধ্যমে জলস্তর নামানোর কাজ শুরু হয়েছে। 

আরও পড়ুন : Bhabanipur By Election: জল পেরিয়ে বুথমুখী ভোটকর্মীরা, ভবানীপুরের ছবি

তাহলে কীভাবে ভোট হবে? মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে থাকে না। তবে মানুষ ভোটে দেবে বলে আমরা আশাবাদী। আমরা মানুষের প্রতি আস্থাবান। কলকাতা কর্পোরেশন কাজ করছে। তারা পুরোদমে চেষ্টা করছে। আমরা আশাবাদী ভোট ভালো হবে। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে থাকে না।' 

এদিন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক কংগ্রেস নেতা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। যা নিয়ে উচ্ছ্বসিত অভিষেক। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, গোয়াতে তাঁদের দল একাই লড়বে। তাঁর কথায়, 'গোয়াতে সংগঠনের উপর জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা আশা করি গোয়ার মানুষ নতুন সূর্য দেখবে গোয়ায়।' 

আরও পড়ুন : Bhabanipur By Election 2021: হাইভোল্টেজ নির্বাচনে কত বুথ-কেমন নিরাপত্তা! জানুন বিস্তারিত

বিগত কয়েকদিন ধরেই কংগ্রেস-তৃণমূল সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ করেছেন। তাদের সঙ্গে BJP-র যোগ আছে বলে অভিযোগ করছেন। পাল্টা দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী চাঁচাছোলা ভাষার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সেই ইস্যুতে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'কংগ্রেসের উচিৎ আরামকেদারা ছেড়ে রাস্তায় নামা। আর এটা ঘরে বসে করা সম্ভব নয়। তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে না। মাঠে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আমরা সোশ্যাল মিডিয়ার দল হয়ে থাকব না।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement