Advertisement

Bengal Global Business Summit: বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে ধনকড়-অধীরে 'বিদ্ধ' মমতা

সোমবার ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়। সূত্রের খবর, সেখানেই রাজ্যে বিনিয়োগ টানার জন্য রাজ্যপালকে বিদেশের মাটিতে অংশ নিতে অনুরোধ করেন মমতা। তাতে নাকি রাজিও হয়ে যান ধনকড়। কিন্তু, তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে সরকারকে তোপ দাগেন তিনি।

বাণিজ্য সম্মেলন নিয়ে মমতাকে আক্রমণ
গোপাল ঠাকুর / রাহুল মন্ডল
  • কলকাতা,
  • 09 Nov 2021,
  • अपडेटेड 6:48 PM IST
  • ২০ ও ২১ এপ্রিল কলকাতায় হবে বিশ্ববাণিজ্য সম্মেলন
  • তা নিয়ে রাজ্য সরকারকে তোপ রাজ্যপালের
  • মমতাকে আক্রমণ কংগ্রেসও বিজেপিরও

আগামী বছর ২০ ও ২১ এপ্রিল কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই বাণিজ্য সম্মেলন। তার আগে থেকেই শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। এই বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। একই পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করল কংগ্রেস ও BJP। 

আরও পড়ুন : NZ-এর বিরুদ্ধে কোহলি দ্বিতীয় টেস্ট থেকে ক্যাপ্টেন , T-20-তে রোহিত : সূত্র

সোমবার ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়। সূত্রের খবর, সেখানেই রাজ্যে বিনিয়োগ টানার জন্য রাজ্যপালকে বিদেশের মাটিতে অংশ নিতে অনুরোধ করেন মমতা। তাতে নাকি রাজিও হয়ে যান ধনকড়। কিন্তু, তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে সরকারকে তোপ দাগেন তিনি। দাবি করেন গত ৫ বারের সম্মেলনের শ্বেতপত্র প্রকাশের। টুইটবার্তায় রাজ্যপাল লেখেন, '৫ বারের শিল্প সম্মেলন নিয়ে তথ্য চেয়েও পাননি। যে সাফল্যের কথা বলা হচ্ছে, বাস্তব তার উল্টো।'

বিশ্ববাণিজ্য  সম্মেলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস ও BJP। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'গ্লোবাল বিজনেস সামিটকে এই রাজ্যের বেকার যুবকদের স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে তুলে ধরছে তৃণমূল সরকার। এর আগে গ্লোবাল বিজনেস সামিট হয়েছে। মুকেশ আম্বানি-সহ অনেক বড় বড় শিল্পপতিরা এসেছেন। ঘুরেছেন, ফিরেছেন, খেয়েছেন এবং চলে গেছেন। এখানে চুয়ান্নি পয়সাও কেউ বিনিয়োগ করেননি। অথচ প্রতিবার দিদি বলেন এত এত টাকা বিনিয়োগ আসবে। কোথায় বিনিয়োগ?' 

আরও পড়ুন : রাজ্যের নয়া পঞ্চায়েত মন্ত্রী পুলক, ক্রেতা-সুরক্ষায় মানস, অর্থে চন্দ্রিমা

একই সুর শোনা যায় BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। বলেন, 'মুখ্যমন্ত্রী ন্যানোকে রাজ্য থেকে হটিয়েছেন। ডাবর চলে গেছে।  দুটো কোম্পানি চলে গেছে। শুধু বিজ্ঞাপনে থাকার চেষ্টা করছেন। সেজন্য এতটাকা খরচ করে শিল্প সম্মেলনের আয়োজন। যিনি শিল্প নষ্ট করছেন, তিনিই শিল্পের কথা বলছেন।' 
BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, 'বিশ্ব বঙ্গ সম্মেলন করে কী লাভ?  বছর বছর সেই এক অতিথি, এক বক্তা। কই বিনিয়োগ তো দেখলাম না।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement