Advertisement

সংগঠন গোছাতে রণকৌশল, দলছুটদের নিয়ে কি সিদ্ধান্তের পথে BJP?

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন অনেক নেতা-কর্মী। কিন্তু, ভোটের ফলাফল সামনে আসার পর ফের তৃণমূলে ফিরতে শুরু করেন মুকুল রায়, শুভ্রাংশু রায়ের মতো একাধিক হেভিওয়েট। শুধু তাই নয়, জেলায় জেলায়ও BJP-ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন অনেকেই। এর ফলে জেলায় জেলায় তাদের সংগঠনে চিড় ধরেছে। সূত্রের খবর, এই নিয়ে বেশ অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির। তবে এবার ঘর গোছাতে চাইছেন দিলীপ ঘোষরা।

বিজেপি
সৌমেন কর্মকার
  • ,
  • 26 Aug 2021,
  • अपडेटेड 6:57 PM IST
  • একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন অনেক নেতা-কর্মী
  • কিন্তু ফলাফল বের হওয়ার পর জেলায় জেলায়ও BJP-ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন অনেকেই
  • সেই সব দিক খেয়াল রেখে এবার ঘর গোছাতে শুরু করল গেরুয়া শিবির

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন অনেক নেতা-কর্মী। কিন্তু, ভোটের ফলাফল সামনে আসার পর ফের তৃণমূলে ফিরতে শুরু করেন মুকুল রায়, শুভ্রাংশু রায়ের মতো একাধিক হেভিওয়েট। শুধু তাই নয়, জেলায় জেলায়ও BJP-ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন অনেকেই। এর ফলে জেলায় জেলায় তাদের সংগঠনে চিড় ধরেছে। সূত্রের খবর, এই নিয়ে বেশ অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির। তবে এবার ঘর গোছাতে চাইছেন দিলীপ ঘোষরা। 

আরও পড়ুন : দুর্গাপুজোতেও মানতে হবে Covid বিধি? জানিয়ে দিল কেন্দ্র

কীভাবে? BJP-র হেস্টিংস অফিসে গত তিনদিন ধরে সাংগঠনিক বৈঠক হয়েছে৷ বুধবার সেই বৈঠক শেষ হয়েছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশও উপস্থিত ছিলেন। এই ৩ দিনের বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। কী কী সেই সিদ্ধান্ত দেখে নেব একনজরে...

BJP সূত্রে খবর ঘর গোছানোর জন্য পরিকল্পনা করে এগোতে চাইছে তারা। সেজন্য প্রথমেই তাদের পরিকল্পনা জেলায় কত জন কর্মী তৃণমূলে চলে গিয়েছেন তার তালিকা তৈরি। এছাড়াও কতজন পুরোনো গেরুয়া কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, সেটার তালিকাও প্রস্তুত করতে বলেছেন। সেই তালিকা দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখেশুনে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তালিকা হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে গেরুয়া নেতৃত্ব। 

আরও পড়ুন : 'সন্তান যেন.....' নুসরতের মা হওয়া নিয়ে প্রতিক্রিয়া নিখিলের

সূত্রের খবর, BJP-র মূল লক্ষ্য বসে যাওয়া BJP কর্মীদের কীভাবে বুথমুখী করা যায়, সেই বিষয়ে দ্রুত ভাবনাচিন্তা করতে চাইছে দল। এই বিষয়ে বৈঠকে শিবপ্রকাশ সাংগঠনিক জেলা সভাপতিদেরও সর্তক করে দেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement