কেন্দ্র সরকারের বাজেটের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানালেন, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই।
বাজেট শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। তিনি লেখেন, 'এই বাজেটে সাধারণ মানুষের জন্য শূন্য মাত্র। বেকারত্ব-মুদ্রাস্ফিতিতে জর্জরিত সাধারণ মানুষ। কোনওকিছুকেই এই বাজাটে গুরুত্ব দেওয়া হয়নি। এই বাজেট একটি পেগাসাস স্পিন বাজেট ছাড়া কিছু নয়।'
আরও পড়ুন : Cryptocurrency নিয়ে বড় ঘোষণা! ডিজিটাল মুদ্রায় আয়ে দিতে হবে ৩০% ট্যাক্স
প্রসঙ্গত, মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অতিমারি পরিস্থিতিতে বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কেন্দ্রীয় সরকার পূরণে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করেছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও এর সমালোচনা করেন।
এই বাজেটের সমালোচনা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনও। তিনি লেখেন, 'হিরে হল এই সরকারের সব থেকে ভালো বন্ধু। সাধারণ মানুষ, কৃষক, গরিব মানুষের জন্য বাজেটে কিছু নেই।'
এই বাজেটের সমালোচনা করেছে কংগ্রেস। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে বলে খোঁজা দিয়েছে কংগ্রেস। তিনি লেখেন 'আপনি জাতির উদ্দেশ্যে জানান, ক্রিপ্টোকারেন্সি কী এখন আইনসিদ্ধ? ক্রিপ্টোকারেন্সি বিল না এনে আপনি এটা চালু করতে চাইছেন? এর রেগুলেটরের কী হল? ক্রিপ্টোকারেন্সি রেগুলেশনের কী হল? বিনিয়োগকারীদের সুরক্ষা কোথায়?'