Advertisement

এবার শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর তদন্ত করবে CID

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID।

শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jul 2021,
  • अपडेटेड 3:20 PM IST
  • শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তভার হাতে নিল CID
  • শুভব্রতর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তভার হাতে নিয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, 'শুভব্রত চক্রবর্তীর স্ত্রী'র আবেদনের ভিত্তিতে এই তদন্তভার CID নিয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।' 

শুভব্রত চক্রবর্তী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী দলের সদস্যদের মধ্যে একজন ছিলেন। যখন তৃণমূলের সাংসদ ছিলেন শুভেন্দু, তখন থেকে তাঁর নিরাপত্তারক্ষীর দায়িত্ব সামলেছেন শুভব্রত। কিন্তু, ২০১৮ সালের অক্টোবর মাসে গুলিবিদ্ধ হয়ে মারা যান শুভব্রত। সরকারিভাবে জানানো হয়, রাজ্য পুলিশের বছরের ওই কর্মী আত্মহত্যা করেছেন৷

আরও পড়ুন : সকন-এ নিয়মরক্ষা! এক রথেই জগন্নাথ-বলরাম-শুভদ্রা

তবে সেই সময় শুভব্রত আত্মহত্যা করেছেন বলে দাবি করা হলেও চলতি মাসের ৭ জুলাই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। সেখানে তিনি জানিয়েছেন, তাঁদের বিবাহিত জীবনে কোনও অশান্তি ছিল না ৷ তাঁদের দুই মেয়ে আছে। তাঁরা সুখেই সংসার করছিলেন। কিন্তু, কেন শুভব্রত মারা গেলেন, সেই বিষয়ে তিনি ধোঁয়াশায় রয়েছেন। সুপর্ণার আবেদনের ভিত্তিতেই তদন্তভার হাতে নিল CID। 

তদন্তকারীরা প্রয়োজনে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়ে এই মামলার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারেন। ইতিমধ্যেই যাবতীয় কেস ডায়েরি পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা।প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বাসভবন শান্তিকুঞ্জের পাশেই পুলিশের একটি বারাক রয়েছে। সেখানেই থাকতেন শুভব্রত। আর সেখানেই শুভব্রতর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement