Advertisement

Dev CBI Cattle Smuggling : 'গরুপাচারকাণ্ডের এনামুলকে চিনি না', CBI জেরা শেষে দেব

Dev Cbi Cattle Smuggling : গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতা দেবকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২ দফায় প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয় অভিনেতাকে।

সিবিআই জেরা শেষে দেব
সূর্যাগ্নি রায়
  • কলকাতা,
  • 15 Feb 2022,
  • अपडेटेड 5:29 PM IST
  • গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতা দেবকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই
  • প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয়
  • জেরা শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন দেব

গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতা দেবকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২ দফায় প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয় অভিনেতাকে। জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরিয়ে দেব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি এনামূল হককে চেনেন না। 

এদিন সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে হাজিরা দেন দেব। প্রায় ৫ ঘণ্টা তাঁকে জেরা করেন আধিকারিকরা। সূত্রের খবর, একাধির প্রশ্নের উত্তর চাওয়া হয় দেবের কাছে। গরুপাচারকাণ্ড, লেনদেন ইত্যাদি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। 

আরও পড়ুন : দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতি! কীভাবে ২৮ ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা?

বিকাল ৪ টে নাগাদ নিজাম প্যালেস থেকে বের হন ,দেব। তখন তাঁকে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করেন। উত্তরে দেব সাফ জানিয়ে দেন তিনি বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তবে সাংবাদিকদের প্রশ্নের ,উত্তরে বলেন, 'আজ তেমন কিছুই হয়নি। আমাকে বয়ান দিতে হল। তা রেকর্ড করা হয়েছে। আমি এনামুল হককে চিনি না। কোনওকিছু নিইওনি। আমি আমার বয়ান রেকর্ড হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।' 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দেবকে সমন পাঠিয়েছিল CBI। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গরুপাচারকাণ্ডে যে সব বয়ান এর আগে পাওযা গেছে, সেই সব খতিয়ে দেখার পরই দেবকে তলব করার সিদ্ধান্ত। তাঁরা দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান। যে সব তথ্য তাঁরা আগে পেয়েছেন সেগুলো যাচাই করে নিতে চান। 

আরও পড়ুন : এই সাদা গোলাপের পাঁপড়িতে মাখানো রয়েছে প্রেম, জানুন

CBI-সূত্রে আরও খবর, গরুপাচারকাণ্ডে এর আগে গ্রেফতার এনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে বেশ কয়েকজনের নাম সামনে আসে। তাদের জেরা করা হয়। সূত্রের দাবি, সেই যাদের জেরা করা হয়েছিল, তারা নাকি দেবের নাম করেছিলেন। প্রায় ছয় মাস আগে অভিনেতা-সাংসদ দেবের নাম সামনে আসে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement