Advertisement

Dilip Ghosh : TMC-র 'খেলা হবে'-র পাল্টা 'পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ' পালন করবে BJP , ঘোষণা দিলীপের

আগামী ১৬ অগাস্ট রাজ্যেজুড়ে 'খেলা হবে দিবস'-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চ থেকেই তিনি জানিয়েছিলেন, 'BJP-কে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগাস্ট রাজ্যে খেলা দিবস পালিত হবে।' এবার তার পাল্টা দিচ্ছে গেরুয়া শিবির।

দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2021,
  • अपडेटेड 8:33 PM IST
  • আগামী ১৬ অগাস্ট রাজ্যেজুড়ে 'খেলা হবে দিবস'-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • এবার তার পাল্টা দিচ্ছে গেরুয়া শিবির।
  • লের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ পরিষ্কার করে দেন, তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত তাঁরাও

আগামী ১৬ অগাস্ট রাজ্যেজুড়ে 'খেলা হবে দিবস'-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চ থেকেই তিনি জানিয়েছিলেন, 'BJP-কে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগাস্ট রাজ্যে খেলা দিবস পালিত হবে।' এবার তার পাল্টা দিচ্ছে গেরুয়া শিবির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ পরিষ্কার করে দেন, তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত তাঁরাও। তারই অঙ্গ হিসেবে ৯ থেকে ১৬ অগাস্ট রাজ্যজুড়ে 'পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন' করবেন তাঁরা। 

আজ হেস্টিংসের দলীয় কার্যালযে বৈঠক ছিল ভারতীয় জনতা যুব মোর্চার। সেই বৈঠক শেষে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'আমি খেলা হবে-র পক্ষপাতি নই। বরং রাজ্যে গণতন্ত্র বাঁচানোর পক্ষে। লেই কারণে ৯ থেকে ১৬ অগাস্ট এই এক সপ্তাহ পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করব। আগামী লোকসভায় হয়তো তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। সেই কারণে তারা এখন থেকে সহায়ক পেতে চাইছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা।'

'খেলা হবে'- কর্মসূচির নিন্দা করেন দিলীপ ঘোষ। বলেন, 'রাজ্যে খেলা নয়, গণতন্ত্র চাই। খেলা নয় হিংসামুক্ত পরিবেশ চাই, চাকরি চাই। এজন্য আমরা আন্দোলন করছি।' 

আরও পড়ুন : কলকাতায় মাত্র ৮৫ টাকায় এক লিটার পেট্রোল! আপনি কীভাবে পেতে পারেন জানুন

Pegasus- বিতর্কে রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ করেন দিলীপ ঘোষ। তৃণমূল, কংগ্রেসের মতো একাধিক BJP বিরোধী দলের অভিযোগ Pegasus ব্যবহার করে রাহুল গান্ধি, প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকের ফোনে আড়ি পাতা হচ্ছে।  সেই অভিযোগ নস্যাৎ করে BJP-র রাজ্য সভাপতির অভিযোগ, 'তৃণমূল কংগ্রেসস অনেকদিন ধরে Pegasus ব্যবহার করে। ওরা অন্য দলের লোকেদের পাশাপাশি নিজের দলের লোকেদেরও ফোন ট্যাপ করে।' 

পেগাসাস নিয়ে শুধুমাত্র বিতর্ক করার চেষ্টা হচ্ছে। রবিবার বিজেপি কার্যালয় মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে কত পরিমাণে টিকা এসেছে তার কোন তথ্য প্রমাণ নেই রাজ্য সরকারের কাছে। এখন পর্যন্ত কোন চাকরির নিয়োগ করা হয় নি। বাংলার পরিস্থিতি বেকারত্ব দূর করতে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে মানুষের। 28 লক্ষ চাকরি হবে সেই প্রতিশ্রুতি কোথায় গেল। দিলীপ ঘোষ তথ্য প্রমাণ নিয়েই কথা বলে।

Advertisement

আগামী 9 আগষ্ট থেকে 16 ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ সপ্তাহ দিবস পালন করবে BJP। 16 আগষ্ট তৃণমূল খেলা হবে কর্মসূচি ঘোষণা করেছে। তবে তিনি খেলা হবে না চাকরি হবে। খেলা নয় ভ্যাকসিন চাই। আইন-শৃঙ্খলা সঠিক চাই। বাংলায় হিংসা বন্ধ হোক।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement