Advertisement

Justice Rajasekhar Mantha: রাজ্যের সব থানার CCTV ঠিক আছে ? এক সপ্তাহ সময় দিলেন বিচারপতি মান্থা 

রাজ্যের সব থানায় সিসি ক্যামেরা ঠিক আছে কী না, খতিয়ে দেখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তিনি নির্দেশ দিয়েছেন, অচল সিসি ক্যামেরার জায়গায় অবিলম্বে নতুন সিসি ক্যামেরা লাগাতে হবে। এই কাজের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন তিনি। নির্দেশ মানা না হলে রাজ্যের পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিচারপতি রাজশেখর মান্থা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jan 2023,
  • अपडेटेड 11:16 AM IST
  • রাজ্যের সব থানায় সিসি ক্যামেরা ঠিক আছে কী না, খতিয়ে দেখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।
  • তিনি নির্দেশ দিয়েছেন, অচল সিসি ক্যামেরার জায়গায় অবিলম্বে নতুন সিসি ক্যামেরা লাগাতে হবে।

রাজ্যের সব থানায় সিসি ক্যামেরা ঠিক আছে কী না, খতিয়ে দেখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তিনি নির্দেশ দিয়েছেন, অচল সিসি ক্যামেরার জায়গায় অবিলম্বে নতুন সিসি ক্যামেরা লাগাতে হবে। এই কাজের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন তিনি। নির্দেশ মানা না হলে রাজ্যের পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে থানারপাড়া এলাকার একটি মামলার রিপোর্ট হাইকোর্টে জমা দেন ডিজি মনোজ মালব্য। সেই সময় সিসিটিভি ক্যামেরা ইস্যুতে বিচারপতি রাজ্যপুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন, রাজ্যের সব থানাগুলিতে অচল সিসিটিভি সরিয়ে সচল ক্যামেরা বসাতে। পাশাপাশি এও নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে রাজ্যের পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের জানাতে হবে যে প্রতিটি থানার সিসিটিভি ক্যামেরা সচল করা হয়েছে কি না।

আরও পড়ুন: বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ, ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বার কাউন্সিল

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, দেশের সব থানায় সিসিটিভি বসাতে হবে। সেই নির্দেশ মেনে সিসিটিভি বসানো হয়েছে সব থানায়। কিন্তু বার বার অভিযোগ উঠেছে, অনেক থানায় সিসিটিভি কাজ করে না। গত ২০ ডিসেম্বর বিচারপতি মান্থা ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন যে, রাজ্যের সব থানায় সিসিটিভি চলছে কি না, তার রিপোর্ট দিতে হবে। গত ১৩ জানুয়ারি ডিজি তাঁর রিপোর্ট দেন। সেই রিপোর্টে রাজ্য পুলিশের ডিজি জানিয়েছিলেন, কিছু থানায় যদি সিসিটিভি খারাপ থাকে, তা বদলানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টে হাঙ্গামায় একগুচ্ছ নির্দেশ তিন বিচারপতির, পোস্টার-কাণ্ডের তদন্তেও পুলিশের রিপোর্ট তলব

বিচারপতি মান্থা জানান, রাজ্যের সব থানায় সিসিটিভি যাতে সচল থাকে, তা ডিজি-কেই দেখতে হবে। তিনি ডিজি-কে আরও বলেন, ‘কোথায় সিসিটিভি কাজ করছে না, তা যাচাই করুন। এ জন্য রাজ্য সিআইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাহায্য নিতে পারে। আপনি প্রতি সপ্তাহে পুলিশ কমিশনার, সুপার, রেলওয়ে পুলিশের এসপিদের থেকেও রিপোর্ট নিতে পারেন।’ 

Advertisement

আরও পড়ুন-মেচেদায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ে মৃত বাবা-মেয়ে

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement