Advertisement

Kolkata Metro: দোলে দেরিতে মেট্রো, প্রথম এবং শেষ ট্রেন কখন? টাইমটেবিল রইল

সোমবার ২৫ মার্চ দোল উৎসব পালিত হবে পশ্চিমবঙ্গে। ওইদিন দেরিতে শুরু হবে কলকাতা মেট্রোর পরিষেবা। তবে শেষ মেট্রোর সময় একই থাকছে। বিজ্ঞপ্তি দিয়ে একথা মেট্রোর তরফে জানানো হয়েছে।

কলকাতা মেট্রো। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2024,
  • अपडेटेड 3:27 PM IST
  • সোমবার ২৫ মার্চ দোল উৎসব পালিত হবে পশ্চিমবঙ্গে।
  • ওইদিন দেরিতে শুরু হবে কলকাতা মেট্রোর পরিষেবা।

সোমবার ২৫ মার্চ দোল উৎসব পালিত হবে পশ্চিমবঙ্গে। ওইদিন দেরিতে শুরু হবে কলকাতা মেট্রোর পরিষেবা। তবে শেষ মেট্রোর সময় একই থাকছে। বিজ্ঞপ্তি দিয়ে একথা মেট্রোর তরফে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সোমবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে। তবে রাতের শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না। 

সোমবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে ওই একই সময়ে। শিয়ালদা থেকে সল্টলেক, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর।

সোমবার সাধারণত ২৮৮টি মেট্রো চলাচল করে থাকে। কিন্তু দোলের জন্য আগামী ২৫ মার্চ নর্থ-সাউথ করিডর (ব্লু লাইন) মাত্র ৬০টি মেট্রো চালানো হবে। ২৫ মার্চ দিনভর মাত্র ৬০টি মেট্রো চলবে। কবি সুভাষ থেকে ছাড়বে ৩০টি মেট্রো। আর কবি সুভাষের দিকে ৩০টি মেট্রো আসবে। অন্যদিন ১৪৪টি করে মোট মেট্রো ২৮৮টি চালানো হয়।

দোলের দিন (২৫ মার্চ) প্রথম মেট্রো 

১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো চলবে। 

২) দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। 

৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে।

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। 

Advertisement

দোলের দিন (২৫ মার্চ) শেষ মেট্রো 
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো: রাত ৯ টা ৩০ মিনিট।

২) দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

৩) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট।

৪) কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement