Advertisement

ED-র সমনে দিল্লিতে অভিষেক, ৩ ED কর্তাকে সমন কালীঘাট থানায়

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে একটি অডিও টেপ ফাঁস হয়। তাতে এক ব্যবসায়ীকে কয়লা কেলেঙ্কারী, গরু পাচারের মতো বিষয়গুলিতে এক ইডি আধিকারিকের সঙ্গে কথা বলতে শোনা যায়। সেই ঘটনারই তদন্ত শুরু করে পুলিশ। 

আজ ইডিতে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2022,
  • अपडेटेड 9:34 AM IST
  • দিল্লিতে ইডির দফতরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা
  • সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ও তাঁর স্ত্রী
  • কালীঘাট থানায় তলব ৩ ইডি আধিকারিককে

আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা তৃণমূলের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আর এবার সেই একই দিনে ৩ ইডি (ED) আধিকারিককে তলব কলকাতা পুলিশের। ২০২১ সালের একটি অডিও টেপ ফাঁসের মামলায় আজ দুপুর নাগাদ কালীঘাট থানার গোয়ান্দা বিভাগে হাজির হতে বলা হয়েছে ওই ৩ ইডি আধিকারিককে। 

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে একটি অডিও টেপ ফাঁস হয়। তাতে এক ব্যবসায়ীকে কয়লা কেলেঙ্কারী, গরু পাচারের মতো বিষয়গুলিতে এক ইডি আধিকারিকের সঙ্গে কথা বলতে শোনা যায়। সেই ঘটনারই তদন্ত শুরু করে পুলিশ। 

এদিন মোট ৩ ইডি আধিকারিককে হাজির হতে বলা হয়েছে। তাঁদের মধ্যে দিল্লির এক সিনিয়র ইডি কর্তারও রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন দুপুর নাগাদ হাজির হতে বলা হয়েছে ওই ৩ ইডি আধিকারিককে। 

অন্যদিকে কয়লা কেলেঙ্কারীতে এদিনই দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই জন্য রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন তিনি। যাওয়ার আগে নাম না করে বিজেপিকে বিঁধে অভিষেক বলেন, "আমরা ওদের হারিয়েছে, তাই ওরা ইডি ও সিবিআই ব্যবহার করেছ। আমি একবছর আগে যা বলেছিলাম তাই বলবো।" এদিন অভিষেকের স্ত্রীকেও তলব করে ইডি। যদি সেই বিষয়ে অবশ্য কিছু বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ইডির শমনকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁদের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানাতে পারেন বলেও মনে করা হচ্ছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের দিনেই ইডির ৩ আধিকারিককে হাজিরার নির্দেশের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কোনও কোনওমহল। 

আরও পড়ুনবেঙ্গালুরুতে ফিরলো ইউক্রেনে নিহত ছাত্র নবীনের দেহ

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement