Advertisement

একঝাঁক নয়া মুখ তৃতীয় TMC সরকারে, রয়েছেন রত্না-বীরবাহা-মনোজ

কারা কারা নতুন মুখ? রইল সেই তালিকা। জানা গিয়েছে, কয়েক জন ভার্চুয়ালি শপথ নিতে চলেছেন।

বীরবাহা হাঁসদা, মনোজ তেওয়ারি এবং রত্না দে নাগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2021,
  • अपडेटेड 7:34 PM IST
  • মমতার মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখকে আনা হতে চলেছে
  • এঁদের মধ্যে অনেকে আবার প্রথম বার ভোটে জিতেছেন
  • জানা গিয়েছে, কয়েক জন ভার্চুয়ালি শপথ নিতে চলেছেন

মমতার মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখকে আনা হতে চলেছে। এঁদের মধ্যে অনেকে আবার প্রথম বার ভোটে জিতেছেন। কাল, সোমবার শপথ নেবেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। রাজভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন। জানা গিয়েছে, কয়েক জন ভার্চুয়ালি শপথ নিতে চলেছেন।

কারা কারা নতুন মুখ? রইল সেই তালিকা। নতুনদের মধ্যে পূর্ণ মন্ত্রী হতে চলেছেন-
বঙ্কিমচন্দ্র হাজরা
রথীন ঘোষ
পুলক রায়
বিপ্লব মিত্র

উল্লখ্য, মানস ভুঁইয়াকেও পূর্ণ মন্ত্রী করা হতে চলেছে। তবে তিনি এর আগে পূর্ণ মন্ত্রী ছিলেন। তবে তখন তিনি ছিলেন কংগ্রেসে। দ্বিতীয় তৃণমূল সরকারে রাষ্ট্রমন্ত্রী ছিলেন গোলাম রব্বানি। এবার তিনি পূর্ণ মন্ত্রী হতে চলেছেন।

অন্যদিকে, কারা রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) দেখে নেওয়া যাক।
হুমায়ুন কবীর
অখিল গিরি
রত্না দে নাগ
বুলুচিক বরাইক

রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন যাঁরা-
দিলীপ মণ্ডল
আখরুজ্জামান
শিউলি সাহা
শ্রীকান্ত মাহাতো
বীরবাহা হাঁসদা
জ্যোৎস্না মান্ডি
মনোজ তিওয়ারি

উল্লেখ্য সাবিনা ইয়াসমিন ২০১১ সালে তৃণমূল এবং কংগ্রেসের জোট সরকারের সময় মন্ত্রী ছিলেন। পরেশ অধিকারী বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন।

জানা গিয়েছেন, মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৩। সেই তালিকায় রয়েছেন অমিত মিত্র। এবার তিনি ভোটে লড়েননি। তবে নিয়ম অনুসারে তিনি মন্ত্রী হতে পারবেন। শপথ নেওয়ার ছ'মাসের মধ্যে তাঁকে ভোট জিতে বিধানসভার সদস্য হতে হবে।

এবার দেখে নেওয়া যাক, মন্ত্রিসভায় কারা কারা জায়গা পেতে চলেছেন। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন। তাঁরা হলেন-
সুব্রত মুখোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
অমিত মিত্র
সাধন পান্ডে
জ্যোতিপ্রিয় মল্লিক
বঙ্কিম হাজরা
সৌমেনকুমার মহাপাত্র
মলয় ঘটক
অরূপ বিশ্বাস
উজ্জ্বল বিশ্বাস
অরূপ রায়
ফিরহাদ হাকিম
চন্দ্রনাথ সিনহা
শোভনদেব চট্টোপাধ্যায়
ব্রাত্য বসু
শশী পাঁজা
গোলাম রাব্বানী
বিপ্লব মিত্র
জাভেন খান
স্বপন দেবনাথ
সিদ্দিকুল্লা চৌধুরী। 

Advertisement

১০ জন রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। তাঁরা হলেন-
বেচারাম মান্না
সুব্রত সাহা
হুমায়ুন কবীর
অখিল গিরি
চন্দ্রিমা ভট্টাচার্য
রত্না দে নাগ
সন্ধ্যারানি টুডু
বুলুচিক বরাইক
সুজিত বসু
ইন্দ্রনীল সেন

অন্যদিকে রাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন ৯ জন। তাঁরা হলেন-
দিলীপ মন্ডল
শিউলি সাহা
শ্রীকান্ত মাহাতো
সাবিনা ইয়াসমিন
জ্যোৎস্না মান্ডি
পরেশ অধিকারী
মনোজ তিওয়ারি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement