Advertisement

Mamata Banerjee Sree Bhumi: 'রাস্তা যেন বন্ধ না হয়, নইলে ঘ্যাচাং ফু', শ্রীভূমির বড় কর্তা সুজিতকে মমতার বার্তা

শ্রীভূমি স্পোর্টিংয়ের ভিড়ের ঠেলায় প্রতিবছর ভোগান্তির চিত্র দেখা দেয় ভিআইপি রোড এবং সংযোগকারী লেক টাউন,বাঙুরের রাস্তায়। গত বছর তো পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল। খোদ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছিল। অষ্টমীর রাতে শ্রীভূমিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় নবান্ন।

শ্রীভূমির পুজো উদ্বোধনে মমতা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Sep 2022,
  • अपडेटेड 5:17 PM IST
  • শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্বোধনে মমতা।
  • সুজিতকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী।

ভিআইপি রোডে নড়ছে না গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা আটকে। শ্রীভূমি স্পোর্টিংয়ের ভিড়ের ঠেলায় প্রতিবছর ভোগান্তির চিত্র দেখা দেয় ভিআইপি রোড এবং সংযোগকারী লেক টাউন,বাঙুরের রাস্তায়। গত বছর তো পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল। খোদ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছিল। অষ্টমীর রাতে শ্রীভূমিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় নবান্ন। এ বছর মহালয়ার আগে শ্রীভূমির পুজো উদ্বোধন করে দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।    

শ্রীভূমি স্পোর্টিংয়ের বড় কর্তাকে মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, সাধারণ মানুষের অসুবিধা করে পুজো নয়। নইলে ব্যবস্থা নেবেন। মুখ্যমন্ত্রী বলেন,'সুজিতবাবুকে একটাই অনুরোধ। বাবু বলছি, বাবুকে একটাই অনুরোধ, আমার রাস্তা যেন বন্ধ না হয়। শেষকালে লোকে প্লেন ধরতে যেতে পেল না। রাস্তায় যেতে পারল না, এগুলি যাতে না হয়। গৌরব শর্মা নতুন কমিশনারেটে এসেছে। গৌরব তুমি দেখে রাখবে ওঁ যে-ই রাস্তা বন্ধ করবে ওমনি তুমি আমায় বলবে। আমি একদম বিশ্ববাংলা থেকে ঘ্যাচাং ফু করে দেব। এখানে লক্ষ লক্ষ লোক দেখতে আসে।'

মন্ত্রী হিসেবে সুজিতকে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন মমতা। তাঁর কথায়,'আমাকে মনে রাখতে হবে, আমি যখন একটা দায়িত্ব পালন করি, আমি দেখব আমারটায় যেন লোক আসে, অন্যেরটাও লোক যেতে পারে। মন্ত্রী হলে সাধারণ মানুষের কথা ভাববে। এটা মাথায় রাখবে।'

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়ে দেন, পুজোর সময় তিনি নিজের নজরদারি করেন। সব খবরাখবর নিতে থাকেন। তিনি বলেন,'আমি পুজোয় চোখ রাখি। ভাববেন না ছুটি নিয়ে বসে থাকি। মানুষ রাস্তায় থাকলে পারাহারদার হিসেবে পাহারা দিই। কোথায় কী হচ্ছে সমস্ত খোঁজখবর নিই। আমি ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব। যদি বজ্জতি কিছু করেছো, তাহলে কিন্তু বাবু থেকে দিদির স্নেহের পরশে অন্য ভাষায় কথা বলবে দিদি। আমি মাটির ভাষায় কথা বলি।'

Advertisement

আরও পড়ুন- পঞ্চমীতে শহরে আসতে পারেন অমিত শাহ, বড় পুজোর উদ্বোধন!

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement