Advertisement

'পুলিশে বেশি করে আসুক মেয়েরা, বড় ভূমিকা নিক', বার্তা মমতার

পুলিশের উইনার্স টিমের ওপরে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "উইনার্স টিমের জন্য মহিলা নিয়োগ করা হচ্ছে। ৩ মাসের ট্রেনিংয়ে কাজ করবে উইনার্স বাহিনী।" 

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2022,
  • अपडेटेड 8:37 AM IST
  • পুলিশের নিচুতলার কর্মীদের প্রশংসায় মুখ্যমন্ত্রী
  • উইনার্স টিমের জন্য মহিলা নিয়োগ হচ্ছে
  • বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

"মেয়েরা পুলিশে বেশি করে আসুক। মেয়েরা পুলিশে একটা বড় ভূমিকা নিক। মহিলা ওসিরা থানা চালাচ্ছেন। মেয়েরা ছেলেদের কাজ করুক। মেয়েরা সামনে থাকবে। পিছনে থাকবে ছেলেরা", বৃহস্পতিবার কলকাতা পুলিশের (Kolkata Police) অলঙ্করণ সমারোহে এসে এমনটাই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুলিশের উইনার্স টিমের ওপরে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "উইনার্স টিমের জন্য মহিলা নিয়োগ করা হচ্ছে। ৩ মাসের ট্রেনিংয়ে কাজ করবে উইনার্স বাহিনী।" 

একইসঙ্গে এদিন পুলিশে আরও লোক নেওয়ার কথাও বলতে শোনা যায় রাজ্যের পুলিশমন্ত্রীকে। পাশাপাশি পুলিশের নিচুতলার কর্মীদের এদিন ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Benrjee)। তিনি বলেন, "নিচুতলার পুলিশ কর্মীরা রাজ্যের সম্পদ। নিচুতলার পুলিশ কর্মীরা কাজ না করলে এই সাফল্য আসে না। ৩৬৫ দিনে একটা আকস্মিক ঘটনা ঘটে। একটা-দুটো ভুল হলেই সবাই সমালোচনা করেন।" 

বর্তমান সরকারের আমলে পুলিশ জেলা, থানা ও কমিশনারেটের সংখ্যাবৃদ্ধির বিষয়টিও এদিন উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশকে (West Bengal Police) আরও একটু 'স্মার্ট' হওয়ার পরামর্শও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,"কলকাতা পুলিশের যা স্ট্রেংথ আছে, তা ওদের নেই। তবে এখন অনেক আইসি, ওসি, এসপির সংখ্যা বেড়েছে। কমিশনারেট ও পুলিশর জেলার সংখ্যা বেড়েছে। " এছাড়া বিভিন্ন কমিশনারেটগুলিকে নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন৬৩ বছরের মহিলার ফিটনেস দেখলে চোখ কপালে উঠে যাবে, ছবি Viral


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement