Advertisement

Mamata Banerjee: ভূমিধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান, টুইটারে জানালেন মমতার

Mamata Banerjee: মণিপুরে ভূমিধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান। এদিন ট্যুইট করে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ট্যুইটে এদিন মুখ্যমন্ত্রী জানান, মণিপুরের ভূমিধসে দার্জিলিংয়ের ৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করি। 

মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2022,
  • अपडेटेड 10:11 PM IST
  • ভূমিধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান
  • টুইটারে জানালেন মমতার
  • জানুন বিস্তারিত তথ্য

Mamata Banerjee: মণিপুরে ভূমিধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান। এদিন ট্যুইট করে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ট্যুইটে এদিন মুখ্যমন্ত্রী জানান, মণিপুরের ভূমিধসে দার্জিলিংয়ের ৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করি। 

 

প্রসঙ্গত, মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভয়নাক ভূমিধস নামে। মণিপুরের ননি জেলায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে। টুপুল রেলওয়ে স্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প ছিল। ল্যান্ড স্লাইডে ওই স্থানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যুর খবরও সামনে এসেছে। আর ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এক শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। এর পাশাপাশি রেলওয়ের কর্মীরাও নিখোঁজ রয়েছেন ৬-৭ জন। সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা ৪৫ জন।

ভূমিধসের পর মণিপুর সরকার উদ্ধার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভূমিধসের বিষয়ে খোঁজখবর নিতে জরুরি বৈঠক সেরেছেন। বর্তমানে সেখানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী বীরেন সিং জানিয়েছেন, এলাকায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসক পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। বেশ কয়েকজনের দেহও উদ্ধার করা হয়েছে। তবে এখনও প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছেন এই দুর্ঘটনায়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement