Advertisement

Mamata Banerjee On Tata: 'টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল', সিঙ্গুর-বিতর্কে ফের মমতা

তিনি জোর করে জমি অধিগ্রহণ করবেন না তা-ও বুঝিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়,'আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না।'

মমতা বন্দ্যোপাধ্যায়-রতন টাটা।
Aajtak Bangla
  • কলকাতায়,
  • 20 Oct 2022,
  • अपडेटेड 8:09 PM IST
  • তিনি যে জোর করে জমি অধিগ্রহণ করবেন না তা-ও বুঝিয়ে দিয়েছেন মমতা।
  • তাঁর কথায়,'আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না।'

সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার দায় তাঁর নয়। দায়ী বাম সরকার। বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এমন দাবিই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি আরও ঝাঁঝালো আক্রমণ শানালেন। মমতা বলেন,'তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছে। কৃষকদের পুড়িয়ে মেরেছে। নির্বাচনের সময় টাটারা তো আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল। আমরা কোনওদিন কিছু বলিনি।'

তিনি আরও বলেন,'কেউ কেউ বলে বেড়াচ্ছে,টাটা কেন বাংলার ছেলেমেদের চাকরি দেবে? বিজেপি-সিপিএম এটা বলে বেড়াচ্ছে। আমরা কখনও কাউকে আলাদা করে দেখিনি। আমাদের এখানে যারা বিনিয়োগ করেছে,তাঁদের সবাইকে স্বাগত।'তাঁর অভিযোগ,'আপনাদের ভোট দেওয়ার জন্য টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল।'

তিনি যে জোর করে জমি অধিগ্রহণ করবেন না তা-ও বুঝিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়,'আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের ওই আন্দোলনই সারা ভারতের আইন হিসাবে অ্য়াকসেপ্টেড হয়েছে। আমরা বাংলায় আজও যদি কিছু করি,সব সময় আগে জমিদাতাদের কথা শুনি।' 

বুধবার শিলিগুড়িতে মমতা বলেছিলেন,'আমি টাটাকে তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। ওরা জোর করে জমি নিতে গিয়েছিল। আমরা ফিরিয়েছি।' তাঁর ওই মন্তব্যের পর মুখ্যমন্ত্রীকে পাল্টা দিয়েছেন বিরোধী নেতারা।  

আরও পড়ুন- ঘরে বসেই বানিয়ে ফেলুন রেশন কার্ড, ভুলও শোধরান, ডাউনলোড করুন এই অ্যাপ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement