২০১১ হাওড়ায় শেষবার একটি শিশুর শরীরে পোলিও পাওয়া গিয়েছিল। তারপর ২০১৪ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে একটি পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে। কিন্তু তার আট বছর পর ফের একবার স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়ল এই রোগ। এবার পোলিওর জীবাণু পাওয়া গেল কলকাতায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেটিয়াবুরুজ এলাকার নর্দমার জলে পোলিওর জীবাণু (Polio Virus) পাওয়া গিয়েছে। যার জেরে মেটিয়াবুরুজ এলাকায় নজরদারি বাড়িয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালকেও সতর্ক করা হয়েছে।
১০ বছরেরও বেশি সময় পরে কলকাতায় এই পোলিওর জীবাণু মেলার ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্যদফতর। ইউনিসেফের সঙ্গে যৌথ প্রচেষ্টায় মেটিয়াবুরুজ (Kolkata Metiabruz) এলাকায় পোলিও ভাইরাস সনাক্ত করা হয়েছে। কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মাঝেমধ্যেই এই ধরনের সমীক্ষা করা হয়৷
পোলিও ভাইরাস সনাক্ত হওয়ার পর মেটিয়াবুরুজ এলাকায় কোনও পাবলিক টয়লেট না রাখার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্যবিভাগ। সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোকেও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুদের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের শিশুদের মলের নমুনাও পরীক্ষা করতে বলা হয়েছে। এ ছাড়াও জোর দিতে বলা হয়েছে টিকাকরণে (Polio Vaccine)।
আরও পড়ুন - নিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?