Advertisement

Raj Bhavan : সাধারণের জন্য খোলা হল রাজভবনের দ্বার, মুখ্যমন্ত্রীর হাতে চাবি রাষ্ট্রপতির

এবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে গেল রাজভবনের দ্বার। বাংলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার থেকে রাজভবনের ভিতরে ও বাইরে হেরিটেজ ওয়াক করতে পারবে সাধারণ মানুষ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2023,
  • अपडेटेड 12:57 PM IST
  • এবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে গেল রাজভবনের দ্বার
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

এবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে গেল রাজভবনের দ্বার। বাংলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই চাবি রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতিকে দিয়েছিলেন। এবার থেকে রাজভবনের ভিতরে ও বাইরে হেরিটেজ ওয়াক করতে পারবে সাধারণ মানুষ।

মঙ্গলবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে রাজভবন। সেখানেই জানানো হয়, রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’। অর্থাৎ রাজভবনের ভিতর ও বাইরে ঘুরে দেখার সুযোগ পাবেন আমজনতাও।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির আসনে বসার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার বিশ্বভারতী যান তিনি। সেখান ঘুরে তিনি ফিরে যান দিল্লি। তার আগে সোমবার রাষ্ট্রপতির জন্য রাজভবনে এক নৈশ্যভোজের আয়োজন করেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই মমতার হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। 

আরও পড়ুন : বিরলতম! রাতের আকাশে আজ চাঁদকে ঘিরবে একসঙ্গে ৫ গ্রহ, কখন ছাদে উঠবেন?

উল্লেখ্য এর আগে সেকেন্দ্রাবাদে রাষ্ট্রপতি নিলয় সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার বাংলার রাজভবনের দ্বারও সাধারণের জন্য খুলে দিলেন রাষ্ট্রপতি। ওই নৈশভোজে রাজ্যপাল রাষ্ট্রপতিকে একটি বইও উপহার দিয়েছেন। 

সোমবার রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা গ্রহণের পর বাংলা ভাষায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন রাষ্ট্রপতি। বাংলা ভাষার মিষ্টতা তাঁকে কতটা আকর্ষণ করে সে কথাও জানান। বাংলার মনীষীদের মহান কর্মকার্য তাঁর পথপ্রদর্শক বলে জানান।

 মমতার প্রশংসায় রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু বলেন, "সবাইকে সমান ভাবা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। ওঁকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ অভিভূত।" শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নাচেরও প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি। বলেন, "আমি আজ খুব খুশি। মুখ্যমন্ত্রী আদিবাসী শিল্পীদের সঙ্গে নিজেই বাদ্যযন্ত্র বাজিয়েছেন, নেচেছেন। খুব ভাল লাগল।" বাংলা ভাষায় কয়েক লাইন বক্তৃতাও দেন তিনি। এরপরই বলেন, "বাংলা ভাষা আমার খুব মিষ্টি লাগে।'

Advertisement


 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement