Advertisement

একবালপুরে ফ্ল্যাটে দুটি ঝুলন্ত দেহ, মৃত্যু ঘিরে রহস্য

দিন তিনেক আগেই রাজস্থান থেকে কলকাতায় আসেন দীনেশ কুমার ও সঙ্গীতা কুমার। কিন্তু ভাল থাকার জায়গা না পেয়ে তাঁরা রণজিৎ সাউ নামে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। রণজিৎ সাউই তাঁদের থাকার ব্যবস্থা করে দেন ওই ফ্ল্যাটে। গত সোমবার থেকে ওই ফ্ল্যাটেই ছিলেন যুগল। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2022,
  • अपडेटेड 10:29 AM IST
  • জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার
  • কলকাতার একবালপুরের ঘটনা
  • মৃতেরা রাজস্থানের বাসিন্দা

কলকাতায় উদ্ধার রাজস্থানের যুগলের ঝুলন্ত দেহ। মৃতদের নাম দীনেশ কুমার ও সঙ্গীতা কুমার। কলকাতার একবালপুরের কার্লমাক্স সরণীর একটি ফ্ল্যাট থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। 

জানা গিয়েছে, দিন তিনেক আগেই রাজস্থান থেকে কলকাতায় আসেন দীনেশ কুমার ও সঙ্গীতা কুমার। কিন্তু ভাল থাকার জায়গা না পেয়ে তাঁরা রণজিৎ সাউ নামে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। রণজিৎ সাউই তাঁদের থাকার ব্যবস্থা করে দেন ওই ফ্ল্যাটে। গত সোমবার থেকে ওই ফ্ল্যাটেই ছিলেন যুগল। 

এদিকে বুধবার রাতে ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যার জেরে খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশকর্মীরা। সেখানেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই যুগলের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছে ওই যুবক। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুননিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?

আরও পড়ুনব্যাপক নিয়োগ শুরু হচ্ছে রেলে, আগামী একবছরে কত জানেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement