Advertisement

Sourav Ganguly Amit Shah Dona Ganguly : 'রাজনীতিতে এলে ভালোই করবেন সৌরভ', জল্পনা উস্কে দিলেন ডোনা

অমিত শাহর নৈশভোজের পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা। আর তা উস্কে দিলেন খোদ সৌরভ -পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনা বলেন, 'সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন।'

ডোনা ও সৌরভ গঙ্গোপাধ্য়ায় (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2022,
  • अपडेटेड 1:51 PM IST
  • অমিত শাহর নৈশভোজের পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা
  • আর তা উস্কে দিলেন খোদ সৌরভ -পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়
  • ডোনা বলেন, 'সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন।'

অমিত শাহর নৈশভোজের পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা। আর তা উস্কে দিলেন খোদ সৌরভ -পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনা বলেন, 'সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন।'

এদিন ইএম বাইপাশের ধারে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সাংবাদিকরা ডোনা গঙ্গোপাধ্য়ায়ের কাছে অমিত শাহর তাঁদের বাড়িতে নৈশভোজ নিয়ে একাধিক প্রশ্ন করেন। ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, 'অমিত শাহ যাঁদের নিয়ে এসেছিলেন তাঁদের তিনিই নিয়ে এসেছিলেন। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। জল্পনা তৈরি হচ্ছে বিভিন্ন। মানুষের জল্পনা তৈরি করা কাজ। সেটা হবেই।' 

আরও পড়ুন : ভিষেক-জায়া রুজিরার বিরুদ্ধে জারি জামিনযোগ্য পরোয়ানা, হাজিরার নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে ডোনা গঙ্গোপাধ্য়ায় বলেন 'দিদি তো সৌরভের খুবই কাছের মানুষ। এটা সৌরভকে জিজ্ঞেস করলেই পারতে।' 

এরপরই সাংবাদিকরা জিজ্ঞেস করেন আগামী দিনে সৌরভ রাজনীতিতে যোগ দেবেন কি না।  উত্তরে ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি জানি না রাজনীতিতে আসবেন কিনা। তবে যদি আসেন তাহলে মানুষের জন্য ভালো কাজ করবেন। আসবে কিনা আমি বলতে পারি না। তবে যদি রাজনীতিতে আসে তাহলে মানুষের জন্য খুব ভালো কাজ করবেন। এমনিতেও করেন। তবে গতকাল কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।'    

প্রসঙ্গত, গতকাল সন্ধেয় সৌরভের বাড়িতে পৌঁছন আমিত শাহ। বাইরে বেরিয়ে তাঁকে স্বাগত জানান মহারাজ। রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক অমিত মালব্যও ছিলেন শাহর সঙ্গে। অতিথি আপ্যায়নে ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস ও ডোনা গঙ্গোপাধ্যায়। 

আমপোড়া সরবত, গন্ধরাজ ঘোল, দার্জিলিঙের চা, মোচার চপ, ছানা-কড়াইশুঁটির চপ, পুরভরা আলু. ব্রকোলি কর্ন টার্ট, ভেজিটেবল ডিমসাম আর আম পোস্তর বড়ার পাশাপাশি কড়াইশুঁটির কচুরি, ভাজা মশলার আলুরদম, এঁচোড়ের কালিয়া, ছানার কোপ্তা, কাজু-কিশমিশ পোলাও এবং ভাজা মুগের ডাল পরিবেশব করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।  

Advertisement

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তাঁর রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement