Advertisement

Suvendu Adhikari : 'মহিলা পুলিশ দিয়ে ফাঁদ পেতেছিল, পা দিইনি তাই ভাইপোর রাগ'

গতকাল নবান্ন অভিযানে পুলিশের হাতে আটক হওয়ার সময় মহিলা পুলিশ কর্মীকে ডোন্ট টাচ মি বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে জলঘোলা কম হয়নি। সেই ইস্যুতে আজ শুভেন্দুকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জবাব দিলেন শুভেন্দু অধিকারীও।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2022,
  • अपडेटेड 9:48 PM IST
  • মহিলা পুলিশ কর্মীকে ডোন্ট টাচ মি বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • তা নিয়ে জলঘোলা কম হয়নি

গতকাল নবান্ন অভিযানে পুলিশের হাতে আটক হওয়ার সময় মহিলা পুলিশ কর্মীকে ডোন্ট টাচ মি বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে জলঘোলা কম হয়নি। সেই ইস্যুতে আজ শুভেন্দুকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জবাব দিলেন শুভেন্দু অধিকারীও। 

এদিন ফেসবুক লাইভে আসেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এদিন উনি আমার উপর ব্যক্তিগত আক্রমণও করেছেন। এর আগেও করা হয়েছে। ভোটের আগেও করা হয়েছে। গতকাল উনি একটা পরিকল্পনা করেছিলেন। আমি কোলাঘাট, দক্ষিণেশ্বর থেকে আসতে পারতাম। বা কলকাতা থেকে যেতে পারতাম। আমাকে পুলিশের বন্ধুরা জানিয়েছিল ধুলাগড়ে ব্লক রাখা হবে। আমি বেহালায় এসেছিলাম। ভেবেছিলাম সাঁতরাগাছি পর্যন্ত যেতে পারব।' 

আরও পড়ুন : সুরা-প্রেমীদের জন্য সুখবর, পুজোর আগে বাড়ছে না মদের দাম

শুভেন্দু অধিকারী আরও বলেন, 'আপনারা দেখে থাকবেন ওখানে সূর্যপ্রকাশ যাদব বলে একজন আইপিএস ও আকাশ মাঘারিয়া ছিলেন। ওঁরা জ্ঞানবন্ত সিংকে ডেকে নিয়ে এলেন। জ্ঞানবন্ত সিং এলেন ও ইশারা করলেন। ওখানে ৮ জন মহিলা পুলিশ অফিসার ছিলেন। তাঁরা জগিংয়েপ পোশাকে ছিলেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছিলেন, হিন্দি ভাষায় কথা বলছিলেন ক্রিস্টিনিয়া মারিয়া বলে একজন এএসআই। উনি আমাকে ধাক্কা দেন। আমি ওঁকে কী বলেছিলাম সেটা আপনারা দেখেছেন। আমি বলেছি আপনি মাতৃশক্তি। আমি পুরুষ। আমার বডিতে আপনি টাচ করবেন না। এটা সবাই দেখেছে। ফলে ভাইপো ও জ্ঞানবন্ত সিংয়ের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।' 

তারপরই রাজ্যের বিরোধী দলনেতার সংযোজন, 'আপনারা জানেন যে সব পুলিশরা সরে গিয়েছিলেন। ছিলেন শুধু ৮ জন মহিলা। আমি ওঁদের ফাঁদে পা দিইনি। ওই ফাঁদে পা দিইনি বলে ভাইপোর রাগ হয়েছে।' 

Advertisement

আরও পড়ুন : পুজোর আগেই রাজ্যের কর্মীদের DA পাওয়ার সম্ভাবনা কতটা?

প্রসঙ্গত, আজ SSKM-এ কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্ন অভিযানের সময় গুরুতর জখম হন দেবজিৎবাবু। তাঁকে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি সেখানে বলেন, 'গতকালের ঘটনা দেখে আমার বিলম্বিত বোধদয় হয়েছে। একজন মহিলা পুলিশ কর্মী ওঁকেঅনুরোধ করে ভ্যানে উঠতে বলেছিলেন। উনি বলেন, আমি ‘মেলস’ আপনি মহিলা। ডোন্ট টাচ মি। এখন বুঝতে পারছি, সুদীপ্ত সেন যদি পুরুষ না হয়ে মহিলা হতেন, অর্থাৎ সুদীপ্তা হতেন, তা হলে ওঁর কাছ থেকে তিনি টাকা নিতেন না। বা নারদ স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েল না গিয়ে যদি অ্যাঞ্জেলিনা স্যামুয়েল যেতেন তা হলেও উনি টাকা নিতেন না।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement