প্রত্যাশিতই ছিল। সেটাই করলেন নেত্রী। একুশের মঞ্চ থেকে ২০২৪ লোকসভা ভোটে ভারতের সুর বেঁধে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ে স্লোগান দিলেন,'জয় বাংলা দিচ্ছে ডাক জয় ভারত বেঁচে থাক।' তাঁর বার্তা,'জয় ভারত হবে? একুশ লড়ে। একুশ গড়ে। একুশ জেতে। একুশ পথ দেখায়। একুশ লড়াই শেখায়। একুশ মানে ২৪-এ বিজেপিকে হঠানোর আশা।'
২০১৯ সালের আগেও বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করেছিল। তবে দলীয় স্বার্থকে পাশে রেখে তা সম্ভব হয়নি। তার পর বারেবারে বিরোধী শিবিরের ছত্রভঙ্গ ছবি প্রকাশ্যে এসেছে। কোন ফর্মুলায় এবার বিরোধীরা মাত দেবে বিজেপিকে? একুশের মঞ্চে সেটাই বাতলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'আমি নিশ্চিত বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। চ্যালেঞ্জ করে বলছি। তখন অন্যান্যরা এক হয়ে যাবে।' তাঁর সংযোজন,'তৃণমূলই পারে সব দলকে নিয়ে এই কাজটা করতে। আর কোনও দল পারবে না।
মমতার বার্তা,বিজেপি হারাতে হলে জোরে বলুন গরিবের প্রধানমন্ত্রী চাই। বিত্তবানদের জন্য চাই না। খালি দাঙ্গা করছে। যুদ্ধ যুদ্ধ খেলে। নির্বাচন এলেই হিন্দু-মুসলিম দেখায়। বিজেপি হঠাও। সিপিএম হঠাও। বিজেপির কারাগার ভাঙো। ২৪-এ বিজেপির কারাগার ভাঙো। মানুষের সরকার আনো। এরা সরকার চালাতে ব্যর্থ। প্রত্যাহারের ভোট হোক।
রাজ্যের সব আসন জিততে হবে বলেও মনে করিয়ে দেন মমতা। সেই সঙ্গে বাংলা ছাড়া অন্য রাজ্যেও যে তৃণমূল প্রার্থী দেবে তা-ও জানিয়ে দেন। তিনি বলেন,'প্রত্যেকটা সিট জিততে হবে। ত্রিপুরা, অসম, মেঘালয়, অসম, ইউপি, বিহারে জিততে হবে। বন্ধুদের সমর্থন করব। আমরাও লড়াই করব।'
আরও পড়ুন- 'রামকৃষ্ণ তৃণমূল', স্লোগান-অন্ত্যমিলে বিভ্রাট! শুধরে মমতা বললেন...