কালীকে নিয়ে মহুয়ার মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে নেটিজেনদের একাংশ। দলের সাংসদের মন্তব্য থেকে দূরত্ব রাখল তৃণমূল। তারা জানিয়েছে,মহুয়া মৈত্রের ব্যক্তিগত মন্তব্য। তা সমর্থন করে না দল। তবে ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্টে নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন তৃণমূল সাংসদ।
কী নিয়ে বিবাদ?
কানাডার একটি তথ্যচিত্রের পোস্টারে কালীর ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেনিয়ে বলতে গিয়ে এ দিন মহুয়া দাবি করেন,'আমার কাছে মা কালী মাংস ও অ্যালকোহল গ্রহণকারী দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন।'ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্টে মহুয়ার এই বক্তব্যের পর হইচই শুরু হয়ে যায় নেট মাধ্যমে। হিন্দুদের ভাবাবেগে আঘাতর অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন মহুয়া। বিজেপিকে দুষে তিনি টুইট করেছেন,'সঙ্ঘীদের বলছি, মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। কখনও কোনও পোস্টার বা ছবিকে সমর্থন করিনি বা ধূমপান শব্দের ব্যবহার করেছি। আপনাদের তারাপীঠে মা কালীর মন্দিরে গেলেই দেখতে পারবেন, সেখানে কী খাবার ও পানীয় ভোগ হিসেবে দেওয়া হয়। জয় মা তারা।'
মহুয়ার মন্তব্য দলের নয় বলে স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। টুইট করে দলের তরফে জানানো হয়েছে,'মা কালীকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য তাঁর ব্যক্তিগত। দল তা সমর্থন করছে না। এই মন্তব্যের নিন্দা করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।'
মহুয়ার মন্তব্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া,'সবসময় হিন্দু ধর্মকে অপমান করে তৃণমূল। আমরা আইনি পদক্ষেপ করব। নূপুর শর্মার বিরুদ্ধে আমাদের সরকার ব্যবস্থা নিয়েছে। আশা করি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও পদক্ষেপ করবেন।'
আরও পড়ুন- একুশে ভরাডুবির কারণ কী? দলের অন্দরের কথা জানালেন দিলীপ