এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসাবে এনডিএ বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করা হল। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা জানান,'বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কৃষকের ছেলে জগদীপ ধনখড়কে মনোনীত করা হয়েছে।' তৃণমূল এ নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের নীতি ঠিক করতে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই টুইট করে জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ দেব।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন জগদীপ ধনখড়। সেই টুইটেই ঘাটালের তৃণমূল সাংসদ লিখেছেন,'স্যর মনোনয়নের জন্য আপনাকে অভিনন্দন। আপনার জন্য প্রচণ্ড খুশি। অনেক শুভেচ্ছা।'
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস। দলের অবস্থান ঠিক করতে ২১ জুলাই বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই সমাবেশের পরে কালীঘাটে নেত্রীর বাসভবনে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ডাকা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'উপরাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেস এখন কোনও প্রতিক্রিয়া দিচ্ছে না। আমাদের সভানেত্রী ২১ জুলাই একটি বৈঠক ডেকেছেন। সেখানেই বিষয়টি স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত কোনও মন্তব্য করব না।'
কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালের অগস্টে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন ধনখড়। দায়িত্ব নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা বিষয়ে তাঁর মতানৈক্য হয়েছে। হামেশাই রাজ্য সরকারের সমালোচনা করেছেন। নানা বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন। তার পাল্টা দিতে ছাড়েননি মমতাও। ধনখড়ের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ করেছেন। বিজেপির পক্ষপাতিত্ব করার অভিযোগেও সরব হয়েছেন। সেই ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করায় তৃণমূলের অবস্থান কী হতে চলেছে তা নিয়ে স্বাভাবিকভাবে তুঙ্গে কৌতূহল। ২১ জুলাই তা স্পষ্ট হবে। এ দিন তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,'তৃণমূলকে উত্যক্ত করার পুরস্কার হিসেবে ওঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।'
আরও পড়ুন- NDA-র উপরাষ্ট্রপতি প্রার্থী ধনখড়, TMC 'ব্যস্ত' ২১ জুলাই নিয়ে! 'যোগ্য মানুষ' মন্তব্য অধীরের