Advertisement

Bus Fare Charts: সব বেসরকারি বাস-মিনিবাসে টাঙাতেই হবে সরকারি ভাড়ার চার্ট, নির্দেশ পরিবহণ দফতরের

সব সরকারি বাস-মিনিবাসে সরকারের ঠিক করে দেওয়া ভাড়ার তালিকা লাগিয়ে রাখা বাধ্যতামূলক। বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী বেসরকারী বাস এবং মিনিবাস মালিকদের সরকার কর্তৃক অনুমোদিত ভাড়া চার্ট টাঙানোর নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, বাস ও মিনিবাস অপারেটররা পরিবহন বিভাগ কর্তৃক নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠছে। তাই প্রতিটি বাসে ভাড়ার চার্ট রাখতেই হবে।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 May 2023,
  • अपडेटेड 3:53 PM IST
  • সব সরকারি বাস-মিনিবাসে সরকারের ঠিক করে দেওয়া ভাড়ার তালিকা লাগিয়ে রাখা বাধ্যতামূলক।
  • বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী বেসরকারী বাস এবং মিনিবাস মালিকদের সরকার কর্তৃক অনুমোদিত ভাড়া চার্ট টাঙানোর নির্দেশ দিয়েছেন।

সব সরকারি বাস-মিনিবাসে সরকারের ঠিক করে দেওয়া ভাড়ার তালিকা লাগিয়ে রাখা বাধ্যতামূলক। বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী বেসরকারী বাস এবং মিনিবাস মালিকদের সরকার কর্তৃক অনুমোদিত ভাড়া চার্ট টাঙানোর নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, বাস ও মিনিবাস অপারেটররা পরিবহন বিভাগ কর্তৃক নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠছে। তাই প্রতিটি বাসে ভাড়ার চার্ট রাখতেই হবে।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা প্রতিটি বাস মালিকদের ২০১৮ সালের ভাড়া চার্ট রাখতে বলেছি। আমরা আশা করি তারা যত তাড়াতাড়ি সম্ভব আদেশটি মেনে চলবে সবাই। না হলে ব্যবস্থা নেওয়া হবে।'

পশ্চিমবঙ্গ বাস এবং মিনিবাস মালিক সমিতির সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেছেন যে, ২০১৮ সালে রাজ্য পরিবহন বিভাগ দ্বারা নির্ধারিত ভাড়া চার্ট বর্তমান পরিস্থিতিতে তাঁদের সমস্যার সমাধান করে না। যদি পরিবহণ বিভাগ বেসরকারী বাস অপারেটরদের ২০১৮ সালের মতো ৭-৮ ভাড়া নেওয়ার জন্য সরকার জোর দিলে কোনও বাসই আর রাস্তায় নামবে না।
তিনি বলেন, “রাজ্য ২০২৮ সালে ৭ টাকা ন্যুনতম ভাড়া নির্ধারণ করেছিল যখন শহরে ডিজেলের দাম প্রতি লিটার ৬৫ টাকা ছিল। ডিজেলের দাম এখন লিটার প্রতি ৯২ টাকা। গাড়ি চালানোর যন্ত্রাংশের দামও বেড়েছে। পরিস্থিতি আগের মতো না থাকায় মূল ভাড়া ৭-৮ টাকা রাখা কীভাবে সম্ভব?'

বাস অপারেটরদের শীর্ষ প্রতিনিধি সংস্থার এই দাবির প্রতিক্রিয়ায়, পরিবহণ মন্ত্রী বলেছেন, “2018 সালে, রাজ্য বেসরকারী বাস অপারেটরদের একটি প্রক্রিয়া, একটি ফর্মুলা তৈরি করতে বলেছিল যা বাজারের গতিশীলতার উপর ভিত্তি করে ভাড়ার হার নির্ধারণ করবে। কিন্তু যেহেতু তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি এবং আমাদের দিকে ফিরেছে, তাই বিভাগকে ভাড়া কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল।”

Advertisement

পরিবহণ মন্ত্রী বলেছিলেন যে রাজ্য অচলাবস্থা চায় না এবং সকলের উদ্বেগ মিটিয়ে একটি সমাধানে পৌঁছাতে চায়। 'আলোচনার দরজা খোলা। তারা আবার ভাড়া চার্ট তৈরু করুক।'

আরও পড়ুন-Bus Fare in Kolkata: বাস ভাড়া এখন ঠিক কত? বেশি ভাড়ায় টোল ফ্রি নম্বরে অভিযোগের নির্দেশ হাইকোর্টের

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement