“দুর্নীতি যে ব্যাপক হয়েছে সেটা প্রমাণ হয়েছে। এখন সরকারের কর্তব্য সেটাকে ঠিক করা। যাঁরা যোগ্য তাঁদের চাকরি পাওয়ার অধিকার আছে। পরেশ অধিকারী খাদ্যমন্ত্রী থাকাকালীন ব্যাপক দুর্নীতি করেছে।”, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এদিন তিনি বিস্ফোরক দাবি করে বলেন, “কারা কারা বেআইনি চাকরি পেয়েছে আমার কাছে পুরো লিস্ট আছে। আমাকে মেইল করে বেআইনি চাকরির লিস্ট পাঠিয়েছে অনেকে।” অন্যদিকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “লকেট চ্যাটার্জি যখন বলেছেন নিশ্চয়ই তার কাছে বহু তথ্য প্রমাণ আছে।”