যাদুঘরে দর্শকদের কোনও জিনিসে স্পর্শ করতে দেওয়া হয় না। সব জায়গাতেই ঝোলানো থাকে 'Do Not Touch' বোর্ড। কতলাকার যাদুঘরে দৃষ্টিহীনদের জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ। বিভিন্ন ছবির সামনে বানানো হয়েছে সেগুলির থ্রিডি মডেল। যেগুলো স্পর্শ করে দৃষ্টিহীনরাও এবার যাদুঘরে ঘুরতে পারবে। বিস্তারিত দেখুন ভিডিয়োতে।