মহিলা সাংবাদিককে হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল সিপিএমের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। বুকে দ্রোহের ব্যাজ সেঁটে দলের কমিটির সামনে হাজিরা দিলেন তন্ময়। ওই ব্যাজে লেখা, 'দ্রোহের উৎসবে তিলোত্তমার জন্য মগ্ন'। প্রায় দু'ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে তন্ময় সাংবাদিকদের বলেন,'মহিলা ক্যামেরার ফ্রেম রেডি করে বসেছেন বলে পুলিশের কাছে এফআইআরে জানিয়েছিলেন। ক্যামেরাম্যান ভিডিও করে থাকলে দেখিয়ে দিন। ইন্টারভিউটা দেখালে সবটা পরিষ্কার হয়ে যাবে। কার ইঙ্গিতে ইন্টারভিউটা দেখানো হচ্ছে না? সেটাই আমার প্রশ্ন। পার্টির কাছেও এটাই আমার জিজ্ঞাস্য'।