আচার্যের পর বিশ্ববিদ্যালয়ের উপর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ থাকবে উপাচার্যের। রাজ্যের নির্দেশ মানতে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা বাধ্য নন। রবিবার রাজ্যপালের তরফে রাজভবন থেকে এমনই এক নির্দেশিকা জারি হয়। আর তারই প্রেক্ষিতে সোমবার কড়া প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন রাজ্যপালকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। রাজ্যপালের আচরণকে 'জেমস বন্ডে'র সঙ্গে তুলনা করেন তিনি। সোমবার ব্রাত্য বসু বলেন, রাজ্যপালের এই নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাওয়া হবে। তিনি বলেন, '' রাজ্যপালকে কটাক্ষ করে তিনি বলেন, মনে হচ্ছে যেন কৃষ্ণচন্দ্রের সভার সেরা বিদূষকক পাঠানো হয়েছে বাংলার রাজ্যপাল হিসাবে।