অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে বাংলায় 'শৌর্য দিবস' উদযাপনকে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই মিছিলকে 'অসভ্য' বলে আখ্যা দিলেন। পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শৌর্য মিছিল প্রসঙ্গে ফিরহাদ বলেন,“এটা অসভ্যতা হচ্ছে। অস্বীকার করার কিছু নেই সেদিন মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। আদালতের মামলায় নাম রয়েছে বিজেপির বড় বড় নেতাদের। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে রাম মন্দির হয়েছে'।