নতুন প্রযুক্তি আনল কলকাতা বিমানবন্দর, এবার শুধু মুখ দেখিয়ে ঢোকা যাবে বিমানবন্দরে। শুক্রবার কলকাতা বিমানবন্দরে চালু হয়ে গেল মুখ শনাক্তকরণ প্রক্রিয়া বা ফেসিয়াল রেকগনাইজেশন বেসড বোর্ডিং সিস্টেম। বিমানে ওঠার সময় যাত্রী তার মুখ দেখিয়ে পরিটয় যাচাই করে প্রবেশ করতে পারবে। কেন্দ্রের 'ডিজি যাত্রা' প্রকল্পের অধীনে এটি চালু হয়েছে। এই সুবিধা পেতে হলে, প্রথমে ডিজি যাত্রা অ্যাপে নিজের বিস্তারিত তথ্য ও মুখের ছবি দিতে হবে। বোর্ডং পাস ডাউনলোড করে স্ক্যান করে নিতে হবে। বিমানবন্দরের সংশ্লিষ্ট গেটে গিয়ে ফেসিয়াল রেকগনাইজেশন-এ বোর্ডিং কার্ডের বার কোড স্ক্যান করতে হবে। তারপরই ভিতরে প্রবেশ করতে পারবেন। এরপর হবে দেহের তল্লাশি।