বিধানসভায় শাসক ও বিরোধী দলের সম্পর্কের অন্য ছবি দেখা গেল। বয়কট, বিক্ষোভ, ওয়াক আউট নয়, তৃণমূল কংগ্রেস সরকারের প্রস্তাবে সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়, তাঁর দাবি, এই প্রস্তাবে যদি কেন্দ্র থেকে বাধাও আসে, তাও তিনি রাজ্য সরকারের পাশেই থাকবেন। শুভেন্দুর মুখে 'মাননীয়া, সম্মানীয়া' ইত্যাদি বিশেষণ শুনে আপ্লুত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।