মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বিধানসভায় তাঁর ঘরে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,'৩-৪ মিনিট সৌজন্য বিনিময় হয়েছে। এর মধ্যে অন্য কিছু নেই। রাজ্যের স্বার্থে বিধানসভায় শাসক-বিরোধী যখনই সমন্বয় চাইবেন পাশে থাকব।' পাশাপাশি তিনি জানান মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটি দাবিদাওয়াও রেখেছেন তিনি।