হাই কোর্টের নির্দেশের পর রানি রাসমণি রোডে শুরু হয়ে গেল—'দ্রোহের কার্নিভাল'। সরে গেল ব্যারিকেড ও বাস। লৌহকপাট সরতেই জনস্রোত ঢুকছে, ঢাকের তালে তালে নাচছে মানুষ। ঢাকের আওয়াজে, স্লোগানে ও উচ্ছ্বাসে ভরপুর হয়ে উঠছে এই প্রতিবাদী মিছিল। অনেকেই ভাবছিলেন, পুজো মিটতে থিতিয়ে যাবে আরজি কর-এর বিচারের দাবি। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণিত করল চিকিৎসকরা তাঁদের সমর্থনে আসা বহু মানুষ। দাবি একটাই, নির্যাতিতার বিচার ।