পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানালেন, পার্থ চট্টোপাধ্যায় ED-কে সাহায্য করছে কি না তা তিনি জানেন না। এই ব্যাপারে দলই শেষ কথা বলবে। তবে তিনি এর আগে CBI ও ED-কে সহযোগিতা করেছেন বলে দাবি করেন। কামারহাটির বিধায়কের কথায়, 'ED থেকে শুরু করে CBI, বিগত দিনেও যতবার ডেকেছে ততবারই আমরা সহযোগিতা করেছি। আবারও যদি ডাকে,যাব। তাদের কাজে সহযোগিতা করব।'