আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের জন্য মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র একদম সমুদ্র ঘেষা যে অঞ্চলগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি জারি থাকবে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার এই মুহূর্তে কোন পরিবর্তন নেই। মেঘমুক্ত আকাশ থাকছে। আগামী এক দু দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে। জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।