রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহ কমে গিয়ে বর্ষা আসার পরিস্থিতি তৈরি হবে। ১৮ থেকে ২১ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে বর্ষা অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এসেছে পাঁচ দিন পর। দক্ষিণবঙ্গে ও কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত সময় ১১ই জুন। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। উপকূল সংলগ্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে মূলত গরম ও আদ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিন দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানালেন, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলীয় অধিকর্তা।