বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ। দুপুরের পর থেকে আকাশ কালো করে নামল বৃষ্টি। গত কয়েকদিন ধরে এটাই মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। যা আপাতত চলবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ডে। আগামী দু'দিনে ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিম্নচাপের কারণে সোমবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। সমস্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহারে।