Advertisement

লাইফস্টাইল

Worst Foods For Heart: হার্টের ভয়ঙ্কর শত্রু এই ৫ রোজকার খাবার, এখনই বিদায় দিন ডায়েট থেকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 02 Dec 2025,
  • Updated 12:23 PM IST
  • 1/9

হার্ট নিয়ে সাবধান হওয়া জরুরি। কারণ, এই অঙ্গটি একবার কাজ করা ছেড়ে দিলে দেহের কোণে কোণে পৌঁছবে না অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সেই কারণে জীবন নিয়ে টানাটানি পড়তে পারে।

  • 2/9

তবে মুশকিল হল, অধিকাংশ মানুষ হার্টের স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তিত নন। তাই তারা রোজের ডায়েটে এমন কিছু খাবার রাখেন, যা করে হার্টের ক্ষতি।

  • 3/9

তাই আর সময় নষ্ট না করে হার্ট নিয়ে সাবধান হন। চেষ্টা করুন যেভাবেই হোক সেই সব খাবারগুলির থেকে দূরত্ব তৈরি করার। আর সেই খাবারগুলি সম্পর্কেই জানালাম আমরা।

  • 4/9

ঘি খেতে অনেকেই ভালোবাসেন। তারা এই খাবার রোজ খান। আর সেই কারণেই বাড়ে বিপদ। এতে মজুত স্যাচুরেটেড ফ্যাটই নষ্টের মূলে। তাই সাবধান হন।

  • 5/9

নিয়মিত মিষ্টি খাওয়ার অভ্যাস রয়েছে? তাহলে সাবধান হতে হবে। কারণ, মিষ্টি শরীরে প্রদাহ বাড়াতে পারে। পাশাপাশি সুগার করতে পারে ঊর্ধ্বমুখী। ফলে হার্টের ক্ষতি হতে পারে।

  • 6/9

আপনি কি বনস্পতি ব্যবহার করে রান্না করেন? তাহলেও যে সাবধান হতে হবে। কারণ, এটা খেলেও হার্টের চরম ক্ষতি হতে পারে।

  • 7/9

যে কোনও ভাজাই হার্টের জন্য খারাপ। তাই আলু ভাজা, পটল ভাজা বা যে ভাজাই খান না কেন, তাতে শরীরের ক্ষতি হতে পারে।

  • 8/9

ফাস্ট ফুড বা প্রসেসড ফুড নিয়মিত খাবেন না। তাতে শরীরের হাল বিগড়ে যাওয়ার থাকে আশঙ্কা। এমনকী হার্ট খারাপ হতে পারে।

  • 9/9

তার বদলে ভরসা রাখতে পারেন শাক, সবজি এবং ফলে। এই সব প্রাকৃতিক খাবার কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement