Advertisement

লাইফস্টাইল

Condom: সঙ্গমের পর কনডোম নিয়ে এই মারাত্মক ভুলটা আপনিও করেন কি?

Aajtak Bangla
  • 22 Nov 2021,
  • Updated 4:23 PM IST
  • 1/8

প্রাপ্তবয়স্ক হওয়ার পর সুস্থ জীবনের জন্য যৌনতা অপরিহার্য হয়ে পড়ে। আর নিয়াপদ সঙ্গমের ক্ষেত্রে কনডোম অপরিহার্য! কনডোমের কার্যকারীতা এবং ব্যবহার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই!

  • 2/8

ভারতেও বর্তমানে স্কুল স্তর থেকেই যৌন শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। সুরক্ষিত সঙ্গম, যৌনরোগ আর যৌনরোগের সংক্রমণ ঠেকাতে কী কী করণীয়, তা বোঝানোর জন্য সরকারি উদ্যোগে একাধিক প্রচারাভিযান চালানো হচ্ছে।

  • 3/8

কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই অলসতা এবং অসাবধানতার ফলে অনেক পুরুষই কনডোম ব্যবহারের ক্ষেত্রে একটা মারাত্মক ভুল করে ফেলেন বা নিয়মিত এই ভুল করে চলেছেন।

  • 4/8

কনডোম কেনার ক্ষেত্রে যেমন সুরক্ষার খাতিরে সেটির মাপ, সেটি তৈরিতে ব্যবহৃত উপাদানগুলির সম্পর্কে দেখে নেওয়া অত্যন্ত জরুরি, তেমনই সেটি ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম মানা দরকার!

  • 5/8

অধিকাংশ পুরুষই সঙ্গমের পর বিছানার নিচে বা পাশে কনডম ফেলে রাখেন। কিন্তু এই পদ্ধতি একেবারে ভুল। এটা একেবারেই করা উচিত নয়।

  • 6/8

কারণ, সঙ্গমের পর এইভাবে কনডোম যেখানে সেখানে ফেলে রাখলে নিজের তো বটেই এর সঙ্গে সঙ্গীর, সন্তান বা অন্যান্য সদস্যদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

  • 7/8

সঙ্গমের পর বিছানা থেকে নেমে কনডম খুলে ফেলুন। শুয়ে শুয়ে কনডম খুললে বিছানার চাদরে বীর্যরস লেগে যেতে পারে। বাড়তে পারে ব্যাক্টেরিয়ার সংক্রমিত হওয়ার আশঙ্কা।

  • 8/8

কনডম খোলার পর, সেটিতে গিঁট বেঁধে দিন, যাতে ফেলার সময় সেটি থেকে বীর্যরস বেরিয়ে না পড়ে। এ বার কাগজে বা টিস্যু পেপারে মুড়ে সেটিকে ডাস্টবিনে রাখুন। মনে রাখবেন, কনডোম যেখানে সেখানে ফেলবেন না।

Advertisement
Advertisement