Advertisement

লাইফস্টাইল

নাকের আকৃতি দেখেই জানতে পারবেন চরিত্র, কীভাবে ?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Nov 2021,
  • Updated 10:18 PM IST
  • 1/7

নাকের গড়ন, প্রকৃতি দেখে যদি বলে দেয় আপনি কেমন স্বভাবের, তাহলে তো বেশ ভালোই।  আসলে এই নাকেই অবস্থান করেন প্রেমের দেবতা শুক্রাচার্য। শুক্রাচার্যের শুভ প্রভাব থাকলে, প্রেমের গতি বৃদ্ধি পাবে আর অশুভ প্রভাব হলে ভোগ ও লালসা। এখন দেখা যাক কেমন নাক থাকলে কেমন গুণের অধিকারী হবেন আপনি। 

  • 2/7

যাদের নাক সোজা থাকে, তারা মানুষকে সব কাজে উৎসাহ দেয়। খুব গোছানো স্বভাবের হয়। তবে এদের প্রেমে প্রতারণা করতে পারে। আবার প্রত্যাশা অনুযায়ী ফলও পায় না

  • 3/7

যে সকল জাত ব্যক্তির নাক অপেক্ষাকৃত ছোট এবং হালকা সবুজাভ বা কালচে শিরা দেখা যায়, তারা সাধারণত খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির হয়ে থাকে। সমাজের ছোট কাজগুলি এদের করতে দেখা যায়।

  • 4/7

আবার, যদি কোনও ব্যক্তির নাকের অগ্রভাগ একটু বাঁকা বা কর্কশ হয়, তাদের জীবনে দুঃখ কষ্ট থাকে। যদিও এরা চালাক হয়ে থাকে।
 

  • 5/7

যাদের চওড়া নাক তারা জন্মগতভাবেই ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তারা যে কোনও কাজকে সফলভাবে করে থাকে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকে এদের।

  • 6/7

অনেকের চ্যাপ্টা নাক হয়। তারা খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। ভালোবাসা দিতে ও নিতে জানে। উদ্যমী স্বভাবের হয়ে থাকে, প্রচুর ঝুঁকি নেয়, আশাবাদী স্বভাবের মানুষ হয়।   

  • 7/7

যে সকল ব্যক্তির নাকের রং হালকা পীত বর্ণের বা পীত আভাযুক্ত হয় তারা বেশ অলস হয়। 

Advertisement
Advertisement