Advertisement

লাইফস্টাইল

Chocolate To Boost Libido: বেডরুমে তুফান তুলতে চান? নিয়মিত ডার্ক চকোলেট খান!

Aajtak Bangla
Aajtak Bangla
  • 29 Dec 2021,
  • Updated 7:34 PM IST
  • 1/7

সুস্থ প্রাপ্তবয়স্ক জীবনের জন্য সঙ্গম, যৌনতা অপরিহার্য হয়ে পড়ে। অনেক পুরুষই আলস্য এবং অসাবধানতার ফলে সঙ্গমের সময় কয়েকটি জরুরি বিষয় উপেক্ষা করেন বা ভুল করে ফেলেন।

  • 2/7

অধিকাংশ মহিলাই তাই তাঁদের যৌন জীবনে সন্তুষ্ট নন। কিন্তু এ বিষয় নিয়ে তাঁরা খোলাখুলি কথা বলতেও পারেন না। পুরুষদের ক্ষেত্রে সঙ্গমের ক্ষেত্রে আগ্রহ কমে আসা, উৎসাহ হারিয়ে ফেলা, দ্রুত ক্লান্ত হয়ে পড়া ইত্যাদি মহিলাদের তুলনায় বেশি লক্ষ্য করা যায়।

  • 3/7

অনেক ক্ষেত্রে সারা দিনের কাজের ধকল, উচ্চ রক্তচাপ, স্থুলতা ইত্যাদির কারণে সাধ থাকলেও অনেক পুরুষেরই সাধ্যে কুলোয় না! অকেনেই যৌন জীবনে পরিতৃপ্তি ধরে রাখতে ভায়াগ্রার সাহায্য নেন। কিন্তু জানেন কি ডার্ক চকোলেট পুরুষের যৌন ক্ষমতা, স্ফুর্তিকে বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে!

  • 4/7

কোকোতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, চকোলেটে পাওয়া মৌলিক উপাদান রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে, সঙ্গমের সময় রক্তের প্রবাহ ভালো হওয়ার কারণে যৌন মিলনে আরও ভাল ক্ষমতা, স্ফুর্তি দেখা যায়। তাই যৌন ক্ষমতা আর স্ফুর্তি বাড়াতে ডার্ক চকোলেট একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

  • 5/7

বার্ধক্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ অনেকটাই কমে যায়। ফলে কমে যেতে থাকে কামেচ্ছা। এ ছাড়াও অতিরিক্ত মেদ শরীরের নমনীয়তায় নষ্ট করে দেয়। এর সঙ্গে শীঘ্র পতন, ধ্বজভঙ্গ, শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। ফলে পুরুষের মধ্যে বাড়তে থাকে বন্ধ্যাত্বের সমস্যা।

  • 6/7

বিশেষজ্ঞদের মতে, ডার্ক চকোলেটে থাকা এল-আর্জিনিন এইচসিএল, অ্যামিনো অ্যাসিড শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। ডার্ক চকোলেটে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা পুরুষের যৌন উদ্দিপনা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে।

  • 7/7

একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে, যাঁরা নিয়মিত ডার্ক চকোলেট খান, তাঁদের যৌন ক্ষমতা ও স্ফুর্তি অন্যদের তুলনায় অনেক বেশি। তবে মিল্ক চকলেট নয়, পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে, শুক্রাণুর সংখ্যা আর যৌন উদ্দিপনা বাড়াতে নিয়মিত ডার্ক চকোলেট খেয়ে দেখুন।

Advertisement
Advertisement