Advertisement

লাইফস্টাইল

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? জেনে নিন কী খাবেন আর কী খাবেন না

Aajtak Bangla
  • 14 Dec 2020,
  • Updated 12:06 AM IST
  • 1/5

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে দেখে অনেকেই দুশ্চিন্তায় খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দেন। তবে ইউরিক অ্যাসিডের সমস্যায় খাবার-দাবারে নিয়ন্ত্রণের কিন্তু তেমন একটা প্রয়োজন নেই! আসুন জেনে নেওয়া যাক রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কী খাবেন আর কী খাবেন না...

  • 2/5

ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রেড মিট বা লাল মাংস, লাল মদ (রম), সামুদ্রিক মাছ কম খাওয়া উচিৎ। উচ্চ প্রটিন যুক্ত খাবার, যেমন মাছ-মাংস, রাজমা, মুসুড়ির ডাল, কিছু সবুজ সবজি (পালং শাক) এড়িয়ে চলাই ভাল।

  • 3/5

এছাড়াও উচ্চ মাত্রায় চিনি খাওয়ার অভ্যাসের ফলেও ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। শরীরে উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিডের উপস্থিতির কারণে হতে পারে উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, গেঁটে বাত-সহ নানা রকমের অসুখ। তাই খাবারে চিনির মাত্রা কমান।

  • 4/5

স্বাভাবিক অবস্থায় শরীরে ইউরিক অ্যাসিডের নির্দিষ্ট মাত্রা হল, পুরুষের ক্ষেত্রে ৩.৪–৭.0 mg/dL এবং মহিলাদের ক্ষেত্রে ২.৪–৬.0 mg/dL। এর চেয়ে বেশি হলে তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

  • 5/5

ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অব্যর্থ টোটকা অ্যাপেল সাইডার ভিনেগার। এক চামচ ভিনেগার নিন, এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে দিনে অন্তত তিন-চার বার এই মিশ্রণ পান করুন নিয়মিত। উপকার পাবেন।

Advertisement
Advertisement