Advertisement

লাইফস্টাইল

Best Biryani Joints in Kolkata: আহারে বাহারে পুজো! জানুন কলকাতার সেরা বিরিয়ানির ঠিকানা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Oct 2021,
  • Updated 9:18 PM IST
  • 1/14

উৎসবের মরসুম শুরু হয়ে গেছে। বাঙালির যে কোনও উৎসব মানেই আড্ডা, কেনাকাটা, আনন্দের পাশাপাশি পেট পুজো। আর দুর্গাপুজো হোক কিংবা পার্টি, যে কোনও অনুষ্ঠানে সব সময় হিট বিরিয়ানি। 

  • 2/14

এই জনপ্রিয় ও সুস্বাদু মোগলাই পদ ভারতে এসেছিল মোঘলদের হাত ধরে। তবে ধীরে ধীরে সেই রান্নার হয়েছে নানা এক্সপেরিমেন্ট। মিশেছে একাধিক ফ্লেবার। বিরিয়ানি ভালোবাসেন না এরকম মানুষ খুব কমই আছেন। 

  • 3/14

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই মেনুতে বিরিয়ানি থাকা মাস্ট! চলুন দেখা যাক কলকাতার সেরা বিরিয়ানির ঠিকানা কোনগুলি। 

  • 4/14

আমিনিয়া 

কলকাতার বিরিয়ানি রেস্তোরাঁগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন আমিনিয়া। এসপ্ল্যানেট, রাজারহাট, শ্যাম বাজার, যশোর রোড, গোলপার্ক, বেহালা, শ্রীরামপুর, সোদপুর, ব্যারাকপুরের মতো একাধিক স্থানে রয়েছে আমিনিয়ার বিভিন্ন শাখা। 

* দাম - ১ প্লেট চিকেন ও মটন বিরিয়ানি - ২৫০ - ৩০০ টাকার মধ্যে 

  • 5/14

রহমানিয়া 

তুলনামূলক কম তেলে তৈরি বিরিয়ানি আপনার পছন্দের তালিকায় থাকলে, পার্কস্ট্রিটের রহমানিয়া আপনার জন্য সেরা ঠিকানা। 

* দাম- ১ প্লেট চিকেন বিরিয়ানি ২০০ টাকা ও মটন বিরিয়ানি ২২০ টাকা (আনুমানিক)  

  • 6/14

আরসালান 

কলকাতার বিরিয়ানি প্রেমীদের একটি পছন্দের গন্তব্য আরসালান। এখানকার বিরিয়ানিতে পাওয়া যায় খাঁটি মোঘলাই স্বাদ। পার্ক সার্কাস, সার্কাস এভিনিউ, রিপন স্ট্রিট, তারাতলা, হাতিবাগান, রাজারহাট, যশোর রোড, রুবি -বাইপাসের মতো একাধিক স্থানে রয়েছে এর শাখা। 

* দাম - ১ প্লেট মটন ও চিকেন বিরিয়ানি ২৯০ টাকা থেকে শুরু।    
 

  • 7/14

ঔধ ১৫৯০ 

কলকাতার যেই জায়গায়, খাঁটি বিরিয়ানি পাওয়া যায়, তার মধ্যে ঔধ ১৫৯০ অন্যতম। উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার একাধিক স্থানে পাবেন ঔধ ১৫৯০। 

* দাম- এই রেস্তোরাঁতে ১ প্লেট বিরিয়ানির স্বাদ পেতে আপনাকে পকেট থেকে খসাতে হবে ৩৫০-৪০০ টাকা। 

  • 8/14

রয়্যাল ইন্ডিয়ান হোটেল 

রবীন্দ্র সরণীতে অবস্থিত রয়্যাল ইন্ডিয়ান হোটেলে গেলে আপনি কলকাতায় বসে পাবেন, মুঘল ফ্লেবার। 

* দাম- ১ প্লেট চিকেন বা মটন বিরিয়ানি খেতে আপনার খরচ হবে ২৫০ থেকে ৩০০ টাকা। 
 

  • 9/14

ইন্ডিয়ান রেস্তোরাঁ  

কলকাতার অন্যতম ব্যস্ত জায়গা ফ্যান্সি মার্কেটে অবস্থিত ইন্ডিয়ান রেস্তোরাঁ বিরিয়ানির জন্য খুবই জনপ্রিয়।    

* দাম- ১ প্লেট চিকেন বা মটন বিরিয়ানি ২২০ টাকা। 

  • 10/14

জাম জাম  

কম দামে সুস্বাদু বিরিয়ানির জনপ্রিয় স্থান জাম জাম। এই রেস্তোরাঁ পার্ক সার্কাস সহ আরও একাধিক স্থানে রয়েছে।  

* দাম- ১ প্লেট চিকেন বিরিয়ানি ১৪০ -১৫০ টাকা এবং মটন বিরিয়ানি ১৮০ -২০০ টাকার মধ্যে।   

  • 11/14

করিমস

কলকাতার বেশীরভাগ বিরিয়ানিপ্রেমীর পছন্দের স্থান করিমস। সেক্টর ৫, পার্কস্ট্রিট সহ আরও একাধিক জায়গায় রয়েছে এই রেস্তোরাঁ। 

* দাম - ১ প্লেট চিকেন বিরিয়ানি ৩৭০ টাকা এবং মটন বিরিয়ানি ৩৯০ টাকা। 

 

  • 12/14

জিশান 

কলকাতার একাধিক স্থানে শাখা থাকলেও, পার্ক সার্কাসের জিশান সবচেয়ে জনপ্রিয়। আপনার যদি শুকনো বিরিয়ানি না পসন্দ হয়, তাহলে এই রেস্তোরাঁ আপনার জন্য শ্রেষ্ঠ।   

* দাম- ১ প্লেট চিকেন বা মটন বিরিয়ানি ২৫০ -২৬০ টাকা
 

  • 13/14

দাদা বৌদির বিরিয়ানি 

একেবারে কলকাতাতে না হলেও শহরতলি ব্যারাকপুরে অবস্থিত দাদা বৌদির বিরিয়ানির জনপ্রিয়তা এতটাই যে, এখানে খেতে সুদূর থেকেও মানুষ আসেন। 

* দাম- ১ প্লেট চিকেন বিরিয়ানি ১৮০ -২০০ টাকা এবং মটন বিরিয়ানি ২৪০ -২৫০ টাকা। 

  • 14/14

তবে উপরে দেওয়া সমস্ত রেস্তোরাঁর আনুমানিক দামের সঙ্গে ট্যাক্স যোগ হবে। বাজেট অনুসারে সঙ্গে নিতে পারেন পছন্দসই সাইড ডিশ। তাহলে এই পুজোয় জমিয়ে ভুড়িভোজ হোক বিরিয়ানিতে। 
 

Advertisement
Advertisement