Advertisement

লাইফস্টাইল

বিয়ার খেতে গিয়ে ৪ সপ্তাহের সন্তানের কান্নায় বিরক্ত বাবার আছাড়, ১৪ বছর পর মৃত্যু মেয়ের

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Sep 2021,
  • Updated 11:33 PM IST
  • 1/8

ব্রিটেনে এক ব্যক্তি তার ৪ সপ্তাহের সন্তানকে আছাড় মেরে ফেলে দেয়। সেসময় বিয়ার খাচ্ছিলেন ব্যক্তি। নিজের সন্তানের কান্নার আওয়াজই সহ্য করতে পারেননি তিনি। হঠাৎই চিৎকার করে উঠে বলেন,"কান্নাকাটি করে এমন বাচ্চার সঙ্গে আমায় ছেড়ো না"। শৈশবে গুরুতর আঘাতের কারণে চোট পেয়ে বিকলাঙ্গ হয়ে পড়ে মেয়েটি।
 

  • 2/8

লন্ডনের ৪৬ বছর বয়সী ডিন স্মিথ বছর কয়েক আগে তাঁর সন্তানকে বিছানা থেকে ফেলে দেন। কারণ একা দেখাশোনা করতে পারত না সে।
 

  • 3/8

মেয়েকে মেঝেতে আছাড় মারার পর স্মিথ সিগারেট জ্বালয়, বিয়ার পান করে এবং তার শোবার ঘরে প্লে স্টেশন চালু করে সিনেমা দেখতে শুরু করে।
 

  • 4/8

অসুস্থ হওয়ার পর তাঁর বন্ধুই বাড়ি এসে মেয়েটিকে চিকিৎসা করার জন্য আসে। সেসময় খারাপ কিছুই বোঝেননি তিনি। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটির মাথার খুলি এবং মেরুদণ্ডে ভয়াবহ আঘাতের কথা জানতে পারা যায়।
 

  • 5/8

সেই কারণে প্রতিবন্ধী হয়ে পড়ে মেয়েটি। এরপর মেয়েটিকে দত্তক নেওয়া পিতা -মাতা শেষ পর্যন্ত তার যত্ন নেন। তথ্য অনুযায়ী, তার মৃত্যু হয় ২৮ জুন ২০১৪-তে।
 

  • 6/8

তদন্ত শুরু হলে মেয়েটির বাবা স্মিথ এরপর এ ঘটনার কথা স্বীকার করেন। এর আগে ২০০১ সালে স্মিথ তিন বছর জেলে ছিল বলেও জানান যায়।
 

  • 7/8

হত্যার কথা স্বীকার করার পর ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে জেল হেফাজতে পাঠানো হয়।
 

  • 8/8

যদিও বিরোধী পক্ষ এই রায়কে ন্যায়বিচারের বিরুদ্ধে বলেছে। এই মামলায় অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি উঠেছে।
 

Advertisement
Advertisement