Advertisement

লাইফস্টাইল

যৌন জীবন সুখকর করতে খান এই সবজিটি! উপকার পাবেন প্রচুর

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Sep 2021,
  • Updated 7:49 PM IST
  • 1/7

আদার অনেক গুণ রয়েছে। অনেক রোগ নিরাময়ে সাহায্য করে এটি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, আদা যৌন জীবনকে আরও সুখবর করে দেয়। সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। জানুন এর সম্পর্কে। (সব ছবি- প্রতীকী)

  • 2/7

গবেষণার মতে, আদা খাওয়ার ফলে রক্ত ​​প্রবাহ বৃদ্ধি পায়, যার ফলে যৌন ইচ্ছা বাড়াতেও সাহায্য করে। আরেকটি গবেষণার মতে, আদা রক্ত ​​জমাট বাঁধা রোধ করে এবং রক্তনালীর কার্যক্ষমতা উন্নত করে। এটি যৌন জীবন উন্নত করে।

  • 3/7

দুশিন্তায় ভুগলে এক টুকরো আদা অনেক উপকার দেয়। দুশিন্তার ফলে যৌন জীবন স্বাভাবিক থাকে না। অন্যদিকে আদা মানুষের দুশ্চিন্তা কমিয়ে দেয়। ফলে যৌন জীবনে অনেকেটাই সাহায্য করে। 
 

  • 4/7

আদা রক্ত ​​প্রবাহের মাধ্যমে সেক্স হরমোন টেস্টোস্টেরনের উৎপাদন বাড়ায়। এ ছাড়া, আদা লুটিনাইজিং হরমোন তৈরি করে যা সেক্স ড্রাইভ বাড়ায়।
 

  • 5/7

আদা শুক্রাণুর মানও উন্নত করে। সেই সঙ্গে শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে। ফলে সঙ্গমের সময়ে যা অত্যন্ত সুখকর করে তোলে। 

  • 6/7

আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সর্দি -কাশি দূর করে। এটি নিয়মিত খেলে সেক্স ড্রাইভ বাড়ে।  এর জেরে যৌন কর্মক্ষমতা বেড়ে যায়।

  • 7/7

সেক্স ড্রাইভ বাড়ানোর পাশাপাশি আদা পুরুষদের অকাল বীর্যপাতের সমস্যাও দূর করে।

Advertisement
Advertisement