Advertisement

লাইফস্টাইল

Heart Attack Signs: হার্ট ব্লক হয়েছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রবল, যে লক্ষণগুলি বলে দেয়...

Aajtak Bangla
  • 31 Mar 2023,
  • Updated 3:02 PM IST
  • 1/10

বেশ কয়েক বছর ধরেই হৃদরোগ শুধু বয়স্কদের মধ্যেই আটকে নেই। বরং তরুণ বয়স থেকেই আশঙ্কা ঘিরে ধরে মানুষকে। বুকে হালকা চিন চিন ভাব ও নিঃশ্বাস নিতে সমস্যা হলেই মনে প্রশ্ন জাগে। কিন্তু ঠিক কোন লক্ষণ হার্ট অ্যাটাকের সংকেত বহন করছে? 

  • 2/10

হঠাৎ করে বুকে ব্যথা হলে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ। যাকে বলা হয় মাওকার্ডিয়াল ইনফ্রাকশান। এই সময় শিরার মধ্যে রক্তের গতি বন্ধ হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে গতি কমে যায়। কিন্তু বন্ধ হয় না। অনেক সময় দৌড় ঝাঁপ করার সময় শিরা ধমনী দিয়ে যতটা রক্ত যাতায়াত করে ততটা জোরে হার্ট পাম্প করতে পারে না। তখন ব্যাথা হয়। হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। 
 

  • 3/10

হার্ট অ্যাটাক পূর্বে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই দেখা যেত। কিন্তু যত দিন যাচ্ছে, অল্প বয়সীদের মধ্যেও বেড়ে গিয়েছে হার্ট অ্যাটাকের প্রবণতা। জাঙ্কফুড কাজের নির্দিষ্ট সময় না থাকা ও ওয়ার্ক ফর্ম হোম হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। 
 

  • 4/10

পুরুষদের চেয়ে মহিলাদের হার্ট অ্যাটাক কম হয়। মহিলাদের মেনোপজের পর হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তাই, মেনোপজের পর মহিলাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
 

  • 5/10

বুকের মাঝ থেকে ব্যাথা ছড়িয়ে গেলেই সতর্ক হন। চিকিত্‍সকের পরামর্শ নিন।

  • 6/10

সামান্য পরিশ্রমেই হাঁপ ধরে যাচ্ছে। হতে পারে আপনার হার্ট দুর্বল হয়ে পড়েছে।
 

  • 7/10

অনিয়মিত হার্টবিট হলে নিজেই ভালো বুঝতে পারবেন। মাঝে মাঝে বাড়বে বা কমবে। তেমন ভয়ানক না হলেও ভয়ের কারণ রয়েছে। তবে আগেই চিকিত্‍সকরে পরামর্শ নিন।

  • 8/10

হাত-পা-গোড়ালি ফুলে যাওয়া এটা সংকেত যে আপনার হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে পারছে না। দেরি না করে ডাক্তারের কাছে যান।

  • 9/10

অ্যালকোহল থেকে বিরত থাকুন।
 

  • 10/10

৭০ শতাংশের কম ব্লকেজ রোগীদের ওষুধ দিয়ে চিকিত্সা করা হয়। উপসর্গ সহ ৭৫  শতাংশের বেশি ব্লকেজ রোগীদের হয় অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির মাধ্যমে চিকিৎসা।

Advertisement
Advertisement