আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2021)। করোনাকালে যোগের গুরুত্ব আরও বেশি করে বোঝা গিয়েছে। চিকিৎসকরাও বাড়িতে যোগাভ্যাস করতে বলেছেন সুস্থ থাকার জন্য। ভারতকে সারা বিশ্বে যোগ গুরু হিসাবে আখ্যা দেওয়া হয়। যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছ ২১ জুনকে যোগ দিবস হিসাবে সারা বিশ্বে পালন করা হয়।
জানেন কি, সারা বিশ্বে যোগের এই পরিচিতির পিছনে দেশের বেশ কয়েক জন যোগ গুরুর অবদান রয়েছে। বিদেশ থেকে প্রতি বছর বহু মানুষ যোগ শিখতে ভারতে আসেন। সাত সমুদ্র পাড়ে যোগ-কে পৌঁছে দিয়েছিলেন এই গুরুরা। পরিচয় করুন এমনই কিছু মহান যোগ গুরুর সঙ্গে।
ধীরেন্দ্র ব্রহ্মচারী - প্রাক্তন প্রধানমন্ত্রীর যোগ গুরু হিসাবে বিখ্যাত ইনি। দূরদর্শনে অনুষ্ঠানের মাধ্যমে ইনি সারা দেশে যোগের প্রতি আগ্রহ বাড়ানোর কাজ করেছিলেন। দিল্লির বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে যোগ শুরু করেছিলেন। জম্মুতে তাঁর বিরাট আশ্রমও রয়েছে।
বি কে এস আয়াঙ্গার - সারা বিশ্বে যোগকে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর তিনি। আয়াঙ্গার যোগ নামে তাঁর একটি স্কুলও রয়েছে। এর মাধ্যমেই তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন যোগ। ২০০৪ সালে টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তিনি জায়গা করে নিয়েছিলেন। লাইট অন যোগ নামে তাঁর লেখা বইকে যোগের বাইবেল হিসাবে আখ্যা দেওয়া হয়।
কৃষ্ণ পট্টভি জইস - ইনিও বিরাট বড় যোগগুরু ছিলেন। জন্ম ১৯১৫ সালের ২৬ জুলাই। মৃত্যু ২০০৯ সালের ১৮ মে। ইনি অষ্টাঙ্গ বিন্যাস যোগ নিয়ে সারা জীবন চর্চা করেছেন। এর উল্লেখযোগ্য শিষ্যদের মধ্যে রয়েছেন ম্যাডোনা, স্টিং এবং গোয়েনেথ প্যালট্রো-র মতো হলিউড ব্যক্তিত্ব।
তিরুমালাই কৃষ্ণমচার্য - আধুনিক যোগের পিত হিসাবে আখ্যা দেওয়া হয় এঁকে। হঠযোগ এবং বিন্যাসকে পুনরায় জনপ্রিয় করার জন্য এর ভূমিকা অপরিসীম। আয়ুর্বেদের সঙ্গে যোগ অভ্যাস দিয়ে তিনি বহু রোগীর চিকিৎসা করেছেন। মহীশূরের মহারাজের সময় সমগ্র দেশে যোগকে নতুন পরিচয় দিয়েছিলেন তিনি।
পরমহংস যোগানন্দ - অটোবায়োগ্রাফি অফ আ যোগী, তাঁর লেখা বইয়ের মাধ্যমে সারা বিশ্ব তাঁকে চেনে। তিনি মেডিটেশন এবং ক্রিয়া যোগের শিক্ষা দিয়েছেন পশ্চিমের বিভিন্ন দেশে। ইনি যোগের সবচেয়ে প্রথম এবং মুখ্য গুরু হিসাবে পরিচিত। জীবনের বেশিরভাগ সময় আমেরিকায় কাটিয়েছেন।
স্বামী শিবানন্দ সরস্বতী - ২০০-র বেশি বই লিখেছেন সারা জীবনে। পেশায় একজন চিকিৎসক ছিলেন। শিবানন্দ যোগ দেবান্ত নামে তাঁর একটি যোগ সেন্টার রয়েছে। সারা জীবন তিনি সেন্টারের প্রতি সমর্পণ করেছিলেন। যোগের সঙ্গে কর্ম এবং ভক্তিকে একজোট করে তিনি সারা বিশ্বের যোগের প্রচার করেছিলেন।
মহর্ষি মহেশ যোগী - সারা বিশ্বে Transcendental Meditation-এর জনক বলা হয় মহেশ যোগীকে। বহু সেলিব্রিটি তাঁকে নিজের গুরু মানতেন। শ্রী শ্রী রবিশঙ্কর তাঁর শিষ্য ছিলেন।
বিভিন্ন সময় নানা যোগ গুরু যোগের মাধ্যমে নিরোগ এবং সুস্থ থাকার কলা শিখিয়ে গিয়েছেন নিজেদের মতো করে। বর্তমান সময়ে ডাক্তার এবং বৈজ্ঞানিকরাও এর গুরুত্ব বুঝেছেন। এ কারণেই আজ সপ্তম যোগ দিবস পালন করা হচ্ছে সারা বিশ্বে।