নাবালক বয়স থেকে সন্তানদের প্রতিটি পদক্ষেপে নজর রাখা উচিত অভিভাবকদের। এমনটাই মত বিশেষজ্ঞদের। সম্প্রতি এক মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা তাঁর সন্তান সম্পর্কে যা কথা বলেছেন, তা ভাবাচ্ছে অনেককেই। (সব ছবি প্রতীকী)
ওই মহিলা জানান, তাঁর ১৪ বছরের ছেলের নাম জ্যাক। ছেলেকে নিজের কোনও ল্যাপটপ দেননি তিনি। বদলে নিজেদের ল্যাপটপ ব্যবহার করতে জ্যাককে দিয়েছেন তাঁর বাবা- মা।
মহিলা জানান, তাঁর ছেলে সারাক্ষণ ল্যাপটপে বসে থাকে। ফলে তিনি বুঝতে পারতেন না আসলে কী করছে তাঁর ছেলে।
একদিন ছেলের অনুপস্থিতিতে তাঁর ল্যাপটপ খুলে দেখেন ওই মহিলা। আর তাতে চোখ কপালে উঠে যায় তাঁর।
ওই মহিলা বলেন, তাঁর ছেলে একটি ডকুমেন্ট ফাইল তৈরি করেছে। সেখানে সব বন্ধুদের নাম রয়েছে।
শুধু নাম নয়। নামের পাশে কোনও বন্ধুর কী কী বিশেষত্ব সেটাও লেখা রয়েছে।
যেমন কোনও বন্ধুর মা চাকরি করেন। সেটাও লিখে রেখেছে। আবার কোনও বন্ধু মোটাদের নিয়ে ঠাট্টা করে। সেটাও লেখা রয়েছে।
ওই মহিলার দাবি, ছেলের এমন অদ্ভূত আচরণের কারণ তিনি বুঝতে পারেননি। ছেলেকে জিজ্ঞাসা করলেও স্পষ্ট উত্তর দেয়নি।
এখন ওই মহিলা সাহায্য চেয়েছেন। বিশেষজ্ঞরা ওই মহিলাকে জানিয়েছেন, অবিলম্বে তাঁর ছেলেকে কোনও শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে। কারণ এই আচরণ স্বাভাবিক নয় ।