Advertisement

লাইফস্টাইল

এবার অনলাইনে জলদাপাড়াও, ঘরে বসেই করুন বুকিং

অসীম দত্ত
  • 09 Oct 2021,
  • Updated 10:05 AM IST
  • 1/11

এবার ঘরে বসেই বুকিং করা যাবে জলদাপাড়াও। দেশবিদেশের পর্যটকদের কাছে খুশির খবর। পুজোর মুখে জলদাপাড়া জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি ও হাতি সাফারির জন্য অনলাইন বুকিং চালু হচ্ছে।
 

  • 2/11

শনিবার তৃতীয়া থেকেই এই অনলাইন ব্যবস্থা চালু হচ্ছে। তবে অনলাইনে বুকিং হলেও হাতি সাফারির জন্য পর্যটকদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। বনদপ্তর জানিয়েছে, হাতি সাফারি চালু হবে নভেম্বরের একেবারে শেষের দিকে।

 

  • 3/11

জাতীয় উদ্যানে অনলাইন বুকিং চালুর খবরে একই সঙ্গে উচ্ছ্বসিত পর্যটন সংস্থাগুলিও। সাফারির বুকিং চালুর জন্য শুক্রবার থেকেই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব ওয়েবসাইট খুলে দিয়েছে। 

  • 4/11

শনিবার থেকে সেই ওয়েবসাইটেই জঙ্গল ও হাতি সাফারির জন্য অনলাইনে বুকিং করা যাবে। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে www.jaldaparanationalpark.0rg এই ওয়েবসাইট থেকে বিশ্বের যে কোন জায়গা থেকে অনলাইনে পর্যটকরা সাফারির জন্য বুকিং করতে পারবেন। 

 

  • 5/11

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও দীপক এম বলেন, দপ্তরের ওই নিজস্ব ওয়েবসাইটকে আরও আধুনিকীকরণ করার কাজ চলছে। সাফারির জন্য বুকিংয়ের পাশাপাশি আর কিছু দিনের মধ্যে এই জাতীয় উদ্যানে ভ্রমন সংক্রান্ত নানা খুঁটিনাটি তথ্য ওই ওয়েবসাইট থেকে জানতে পারবেন পর্যটকরা।

 

  • 6/11

অনলাইন বুকিং চালুর জন্য পর্যটকদের আর জলদাপাড়ায় বুকিং কাউন্টারে ভোর রাত থেকে ঘন্টার পর ঘন্টা ধরে আর দাঁড়িয়ে থাকতে হবে না।ঘরে বসে বিশ্বের যে কোন জায়গা থেকেই অনলাইনে কার ও হাতি সাফারির জন্য বুকিং করতে পারবেন।

  • 7/11

তবে কোভিড-১৯ বিধির কারণে কার সাফারিতে চার জনের বেশি পর্যটক জিপসিতে বসতে পারবে না। অন্যদিকে, জঙ্গলে আসা ও তারপর কার সাফারির জন্য করোনার দু’টি ডোজের শংসাপত্র পর্যটকদের সঙ্গে থাকা আবশ্যক করেছে বনদপ্তর। আর যেহেতু হাতি সাফারি এখনই চালু হচ্ছে না সেই জন্য এই সাফারির কোভিড বিধির নিয়মকানুন এখনও প্রকাশ করেনি বনদপ্তর।

  • 8/11

নভেম্বরের শেষের দিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানার চম্পাকলি, রঙ্গিনী, জেনি ও মীনাক্ষি এই চারটি কুনকি হাতি দিয়ে হাতি সাফারি শুরু হবে। তার জন্য ওই কুনকি হাতিগুলিকে এখন থেকেই তৈরি রাখা হচ্ছে।

  • 9/11

সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেল দেশবিদেশের পর্যটকদের জন্য আলিপুরদুয়ার জংশন ও নিউ জলপাইগুড়ির মধ্যে ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রেল রুটে ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল চালু করেছে। রেলের ওই ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশালের জন্য ইতিমধ্যেই ডুয়ার্সে পুজোর মুখে পর্যটকদের ভিড় আছড়ে পড়েছে। এবার জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কার ও হাতি সাফারির জন্য শনিবার থেকে অনলাইন বুকিং চালু করার সিদ্ধান্ত নেওয়ায় ডুয়ার্সের পর্যটনের সঙ্গে জড়িত পর্যটন সংস্থাগুলি উৎফুল্ল।

  • 10/11

আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, বনদপ্তর অনলাইন বুকিং চালু করায় একদিকে পর্যটকদের যেমন আগের মতো আর বুকিং কাউন্টারে দাঁড়ানোর হ্যাপা পোহাতে হবে না তেমনি ডুয়ার্সে পর্যটকদের আরও ঢল নামবে। বনদপ্তরের অনলাইন বুকিং পরিষেবা চালুর খবরে আমরা খুশি।

 

  • 11/11

আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, বনদপ্তর অনলাইন বুকিং চালু করায় একদিকে পর্যটকদের যেমন আগের মতো আর বুকিং কাউন্টারে দাঁড়ানোর হ্যাপা পোহাতে হবে না তেমনি ডুয়ার্সে পর্যটকদের আরও ঢল নামবে। বনদপ্তরের অনলাইন বুকিং পরিষেবা চালুর খবরে আমরা খুশি।

Advertisement
Advertisement